দলের হারের দিনে উইলিয়ামসনের ‘সঙ্গী’ জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪১ পিএম, ৩০ মার্চ ২০২২
দলের হারের দিনে উইলিয়ামসনের ‘সঙ্গী’ জরিমানা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। এ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় জরিমানার কবলে পড়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।

মঙ্গলবার (২৯ মার্চ) মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম মাঠে রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২১০ রানের সংগ্রহ পায় রাজস্থান। ২১১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৪৯ রানে থামে হায়দরাবাদের ইনিংস।

রাজস্থানের ব্যাটিংয়ের সময় নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেননি হায়দরাবাদের অধিনায়ক। এ কারণেই তাকে পড়তে হয়েছে জরিমানার কবলে।

আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী আসরে প্রথমবারের মতো এই অপরাধ করায় উইলিয়ামসনকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। দ্বিতীয়বার এই ভুল করলে পুরো দলকে জরিমানা করা হবে। আর অধিনায়ক উইলিয়ামসনের জরিমানার পরিমাণ বেড়ে দ্বিগুণ হবে।

রাজস্থানের বিপক্ষে ম্যাচে শেষে এক বিবৃতিতে কেন উইলিয়ামসনকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। ম্যাচ শেষে অভিযোগ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

আইপিএলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের কারণে জরিমানার ঘটনা ঘটলো। এর আগে আইপিএলের দ্বিতীয় ম্যাচেই জরিমানার কবলে পড়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। ওই ম্যাচে দিল্লির কাছে হেরেছিল মুম্বাই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব ৬.৬১ বিলিয়ন ডলার!

পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব ৬.৬১ বিলিয়ন ডলার!

আয়ুশ বাদোনি : আইপিএল অভিষেক হিরো 

আয়ুশ বাদোনি : আইপিএল অভিষেক হিরো 

দলের হারের দিনে জরিমানা গুণলেন মুম্বাই অধিনায়ক রোহিত

দলের হারের দিনে জরিমানা গুণলেন মুম্বাই অধিনায়ক রোহিত

কলকাতার পর দিল্লির একাদশেও নেই ‘নির্ধারিত’ বিদেশি ক্রিকেটার

কলকাতার পর দিল্লির একাদশেও নেই ‘নির্ধারিত’ বিদেশি ক্রিকেটার