ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শেষেই শেষ হবে সম্প্রচার স্বত্ব। ১৬তম আসর থেকে নতুন কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়া হবে আইপিএলের প্রচার স্বত্ব। এ কারণে নতুন করে টেন্ডার আহবান করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।
সর্বশেষ পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব ২.৫৫ বিলিয়ন ডলারে স্টারের কাছে বিক্রি করেছিল বিসিসিআই। ১৬তম আসর থেকে পাঁচ বছরের জন্য বিক্রি করতে চাওয়া সম্প্রচার স্বত্ব থেকে ৬.৬১ বিলিয়ন ডলার আয় করবে বিসিসিআই। এমনটাই ধারণা করছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
বর্তমানে আইপিএলের সম্প্রচার স্বত্বের মালিক স্টার। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সম্প্রচার স্বত্ব নিজেদের কাছে রেখেছ ডিজনি-হটস্টার।
আইপিএলের ১৫তম আসর থেকে দল সংখ্যা দুইটি বাড়ায় এখন থেকে প্রতি মৌসুমে আয়োজিত হবে ৭৪ ম্যাচ। এ কারণেই আইপিএলের টিভি স্বত্ব থেকে দ্বিগুণেরও বেশি অর্থ আয় হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী ২০২৩ সাল থেকে আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনতে মরিয়া হয়ে আছে জি এন্টারটেইনমেন্ট এবং রিয়ালেন্স ভিয়াকম ১৮। আর ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করতে ইচ্ছুক মেটা, ইউটিউব এবং বর্তমান প্রতিষ্ঠান ডিজনি-হটস্টার।
চলতি বছরের ১০ মে’র মধ্যে আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার জন্য টেন্ডার জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বিসিসিআই। প্রতিটি টেন্ডার কিনতে প্রতিষ্ঠানগুলোকে গুণতে হবে ২৫ লাখ রুপি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর