আইপিএলে বাবরের মূল্য হতো ১৫-২০ কোটি : শোয়েব আখতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৯ মার্চ ২০২২
আইপিএলে বাবরের মূল্য হতো ১৫-২০ কোটি : শোয়েব আখতার

ভারত-পাকিস্তান বৈরী সম্পর্কের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যায় না। যদি পাকিস্তানি ক্রিকেটাররা আবার আইপিএলে সুযোগ পেত, তবে তাদের মধ্যে এক বাবর আজমের দামই হতো ১৫-২০ কোটি। এমনটাই দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।

পাকিস্তানের কিংবদন্তি পেসার বিশ্বাস করেন, ওয়ানডে এবং টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় এক নাম্বারে থাকা ব্যাটসম্যান বাবর আজমের মূল্য হবে ১৫-২০ কোটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর বর্তমানে চলছে যেখানে পাকিস্তানের খেলোয়াড়রা ছাড়া বিশ্বের সকল বড় বড় দেশের খেলোয়াড়রা অংশ নিচ্ছে।

আইপিএল নিয়ে আলোচনার জন্য খেলাধুলাভিত্তিক সাইট স্পোর্টসকিদার হয়ে ম্যাচ পরবর্তী নানা আলোচনা করেন শোয়েব। তার সাথে আছেন সাবেক ভারতীয় অফ-স্পিনার হরভজন সিং। সেখানেই বাবরকে নিয়ে কথা বলেছে তিনি।

আইপিএলে বিরাট কোহলির সঙ্গে একই দলে বাবর আজমকে খেলতে দেখাটা কত বড় পাওয়া হবে, সে বিষয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন বিশ্বের দ্রুততম এই পেসার।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব বলেন, ‘আইপিএলে একদিনে বাবর আজম এবং বিরাট কোহলিকে একসঙ্গে ইনিংস শুরু করতে দেখাটা দারুণ হবে।’

শোয়েব আরও বলেন, ‘তখন কি একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত যে হবে। যদি নিলামে ওঠে,  বাবর ১৫-২০ কোটি ইন্ডিয়ান রূপি পাবে। পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হতে পারে বাবর।’

আইপিএলে মাত্র একবার অংশগ্রহণ করেছিল পাকিস্তানি খেলোয়াড়রা। ২০০৮ সালের প্রথম মৌসুমে ১১ জন পাকিস্তানি খেলোয়াড় অংশগ্রহণ করেছিল।

অংশগ্রহণ করা খেলোয়াড়রা হলেন, ‘শহীদ আফ্রিদি, মুহাম্মদ আসিফ, শোয়েব মালিক, শোয়েব আখতার, ইউনিস খান, উমর গুল, কামরান আকমল, মিসবাহ-উল-হক, সালমান বাট, মুহাম্মদ হাফিজ ও সোহেল তানভীর।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

কোহলিকে জোর করে সরানো হয়েছে : শোয়েব আখতার

কোহলিকে জোর করে সরানো হয়েছে : শোয়েব আখতার

বিশ্বকাপে ভারতকে আবারও হারানোর হুমকি দিলেন শোয়েব

বিশ্বকাপে ভারতকে আবারও হারানোর হুমকি দিলেন শোয়েব

শোয়েব আকতারকে অপমান করে উল্টো ক্ষতিপূরণ চাচ্ছে পাকিস্তানি টিভি

শোয়েব আকতারকে অপমান করে উল্টো ক্ষতিপূরণ চাচ্ছে পাকিস্তানি টিভি