ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসের কাছে হার দিয়ে যাত্রা শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ানস। এই হারে সমর্থক থেকে শুরু করে সবাই হতাশ। তবে শুরুর এই এক ম্যাচ হেরেই শেষ দেখছেন না মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচশেষে রোহিত স্বীকার করেছেন যে খেলোয়াড়রা মাঠে কিছু ভুল করেছে। যার জন্য পরিকল্পনা কাজে লাগেনি। তিনি বলেন, ‘আমরা সবসময় প্রস্তুত হয়ে আসি। সেটা প্রথম খেলা হোক বা শেষ খেলা। আমরা চেষ্টা করি প্রতিটি খেলাই জিততে। কিন্তু মাঠে আমরা কিছু ভুল করেছি, যা পরিকল্পনা অনুযায়ী হয়নি।’
এই হারেই সমর্থকদের হতাশ হতে বারণ করেছেন মুম্বাই অধিনায়ক। রোহিত বলেন, ‘এসব ঘটতেই পারে। আমাদের শুধু দরকার পরিকল্পনা কাজে লাগানো। এটাকে গ্রুপের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমরা হতাশ কিন্তু এটাই শেষ নয়।’
ম্যাচে ইশান কিষাণের অপরাজিত ৮১ এবং রোহিত শর্মার ৪১ রানে ভর করে মুম্বাই ১৭৭ রান করে। জবাবে অক্ষর প্যাটেল এবং ললিত যাদবের ব্যাটে দিল্লি ক্যাপিটালস ১০ বল বাকি থাকতেই চার উইকেটের জয় তুলে নেয়। ১৭৭ রান নিরাপদ লক্ষ্য বলেই ভেবেছিলেন রোহিত।
মুম্বাই অধিনায়ক বলেন, ‘আমি ভেবেছিলাম এটি (১৭৭) ভালো স্কোর। এমন পিচে প্রথমে মনে হয়নি ১৭০+ রান করা সম্ভব। কিন্তু আমরা মাঝখানে সত্যিই ভালো খেলেছি এবং সত্যিই ভালো শেষ করেছি। বোর্ডে একটা ভালো স্কোর ছিল। তবে আমরা পরিকল্পনা অনুযায়ী বল করিনি।’
মুম্বাইয়ের বাকি বোলাররা রান দিলেও অভিষেকেই দারুণ বোলিং করেছেন স্পিনার মুরুগান আশ্বিন। এই স্পিনার নিজে ভালো করলেও মুগ্ধ হয়েছেন ওপেনার ইশান কিষাণের ব্যাটিং দেখে। ঈশান কিষাণের ইনিংস্টাকে ভালো ইনিংসের স্বীকৃতিও দিয়েছেন তিনি।
মুরুগান বলেন, ‘ইশান খুব ভালো ছিল। সে শেষ পর্যন্ত টিকে ছিল। এটা তার কাছ থেকে একটা ভালো ও দায়িত্বশীল ইনিংস ছিল। সে নেটে ভালো ব্যাটিং করছিল এবং অনুশীলন ম্যাচেও। তাই আমি তার জন্য খুশি।’
পরের ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২ এপ্রিল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স।
স্পোর্টসমেইল২৪/এএইচবি