ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।
রোববার (২৭ মার্চ) মুম্বাইয়ের ব্র্যাবোর্ণ স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি হয়েছিল মুম্বাই। এই ম্যাচে ঈশান কিশাণের ব্যাটে ভর করে ১৭৭ রানের বড় সংগ্রহ পায় তারা। তবে ১০ বল বাকি থাকতেই ম্যাচ নিজেদের করে নেয় দিল্লি ক্যাপিটালস।
এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করতে পারেননি মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। এ কারণেই তাকে এই জরিমানার কবলে পড়তে হয়েছে তাকে।
আইপিএলের ১৫তম আসরে এটাই প্রথম জরিমানার ঘটনা। আসরে প্রথমবারের মতো স্লো ওভার রেটের কবলে পড়ায় মুম্বাই অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
চলতি মৌসুমে আবারও একই ভুল করলে পুরো দলকেই জরিমানা করবে আইপিএল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, দ্বিতীয়বার এই ভুল করলে অধিনায়কের জরিমানার পরিমাণ বেড়ে দ্বিগুণ হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর