ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের প্রথম বলে নো বল করেছিলেন উমেশ যাদব। পরে অবশ্য নিজেকে গুছিয়ে নিয়ে ম্যাচে ২০ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী মঞ্চে উমেশ জানালেন, পরিশ্রমের ফলেই এসেছে তার এই সাফল্য।
সর্বশেষ ২০১৮ সালে জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে মাঠে নেমেছিলেন উমেশ যাদব। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটেও রঙিন পোশাকেও অনিয়মিত হয়েছিলেন তিনি।
অনিয়মিত হওয়া সত্ত্বেও তার উপর ভরসা রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। আর সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি। চেন্নাইয়ের দুই ওপেনারকে ফিরিয়েছেন এই পেসার।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুই বছর পর আইপিএলের ম্যাচ সেরার পুরষ্কার হাতে নিলাম। বেশ খুশি লাগছে। অনেক সাদা বলের ক্রিকেট খেলিনি। এরপরেও আমার উপর ভরসা রাখায় সবাইকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘প্রথম থেকেই নিজের পুরোনো ছন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছিলাম। প্রথম ওভারেই সেটা পেয়েছি। প্রথম ওভারেই উইকেট পাওয়ায় চাপ কমেছে। এত দিন পরিশ্রম করেছি তার ফল পেয়েছি।’
আইপিএলের সর্বশেষ দুই আসরে নিজের ছায়া হয়ে ছিলেন উমেশ যাদব। এ কারণে আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
স্পোর্টসমেইল২৪/পিপিআর