পন্টিংয়ের চোখে ভারতের সফল ভবিষ্যৎ অধিনায়ক ঋষভ পান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৬ মার্চ ২০২২
পন্টিংয়ের চোখে ভারতের সফল ভবিষ্যৎ অধিনায়ক ঋষভ পান্ত

ঋষভ পান্ত ইতিমধ্যেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন । নিজ দায়িত্ব বুঝে নিতে শিখেছেন। পান্তের এই দিকটা নজর এড়ালো না দু’বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের। তার মতে, ভবিষ্যতে দায়িত্ব দেওয়া হলে পান্ত হবেন ভারতের সফল অধিনায়ক।

গত মৌসুমে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করেন পান্ত। তখন পান্তের অধিনায়কত্বে মুগ্ধ হয়েছিলেন পন্টিং। তিনি বলেন, ‘আইপিএলের মতো একটি টুর্নামেন্টে সে চাপ সামলেছে। আমার কাছে কোন সন্দেহ নেই আগামী বছরগুলোতে ঋষভ আন্তর্জাতিক ম্যাচের অধিনায়ক হতে যাচ্ছে।’

পন্টিংয়ের মতে, পান্ত এবং রোহিতের একই গুণ রয়েছে৷ তিনি বলেন, ‘আমি আসলে এটা নিয়ে ভাবিনি। কিন্তু আমি মনে করি তারা আসলে অনেকটা একই রকম। রোহিত যখন মুম্বাইয়ে দায়িত্ব নেন, তখন তিনি ঋষভের বয়সের সমান ছিলেন। পুরোপুরি সত্য কথা বলতে গেলে, তারা আসলে একই রকমের মানুষ।’

পন্টিং বলেন, রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যা অর্জন করেছে আগামীতে পান্ত সেগুলো পারবে, ‘ঋষভের যাত্রা পথে রোহিতের মতো হওয়ার সুযোগ রয়েছে। একটি সফল ফ্র্যাঞ্চাইজিতে সে অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়ে প্রতিদিন বেড়ে উঠছে। রোহিতের মতো ঋষভও সাফল্য পেতে পারে।’

পন্টিং বিশ্বাস করেন পান্ত ভারতের উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে বছরের পর বছর ধরে পরিপক্কতা দেখিয়েছেন। তিনি বলেন, ‘গত কয়েক বছর ভারতীয় দলে এবং আশেপাশে আরও কিছু দায়িত্ব তাকে অনেক অভিজ্ঞ করেছে। এটা তাকে একজন ভালো নেতা এবং একজন ভালো মানুষ হতে সাহায্য করবে।’

অস্ট্রেলীয় কিংবদন্তি আরও যোগ করেছেন, ‘নেতৃত্ব কী সেটা পান্ত খুব ভালোভাবে উপলব্ধি করতে পেয়েছেন। তিনি একটি সফল দলে ছিলেন এবং অতীতে তিনি শক্তিশালী অধিনায়কদের অধীনে ছিলেন।’

আইপিএলের ১৫তম আসরে ১৬ কোটি রূপিতে পান্তকে নিজেদের শিবিরেই রেখে দিয়েছে আগের আসরের তার দল দিল্লী ক্যাপিটালস। এবার অধিনায়কত্বের গুরুদায়িত্বও দেয়া হয়েছে এই তরুণের কাঁধে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ আসর থেকে ছয় দলের নারী আইপিএল!

২০২৩ আসর থেকে ছয় দলের নারী আইপিএল!

আইপিএলে বাংলাদেশের পুরো সমর্থন একাই পাওয়ার আশা মোস্তাফিজের

আইপিএলে বাংলাদেশের পুরো সমর্থন একাই পাওয়ার আশা মোস্তাফিজের

কেটেছে মঈনের ভিসা জটিলতা, যোগ দিবেন আইপিএলে

কেটেছে মঈনের ভিসা জটিলতা, যোগ দিবেন আইপিএলে

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন ইস্যুতে মাশরাফি

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন ইস্যুতে মাশরাফি