২০২৩ আসর থেকে ছয় দলের নারী আইপিএল!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৬ মার্চ ২০২২
২০২৩ আসর থেকে ছয় দলের নারী আইপিএল!

নারীদের ক্রিকেট বিস্তারে ভারতের জুড়ি মেলা ভার। সব দিক দিয়েই সুযোগ সুযোগসুবিধা পেয়ে আসছিল ভারতের নারীরা। তবে তাদের আক্ষেপ ছিল নারীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের সমর্থকদেরও একই চাওয়া ছিল। অবশেষে তাদের সেই চাওয়া পূরন করতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আগামী বছর থেকে ছয় দলের নারী আইপিএলের পরিকল্পনা করছে ভারতের ক্রিকেট বোর্ড। শুক্রবার (২৫ মার্চ) মুম্বাইতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের (জিসি) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত কয়েক বছর ধরেই অনুষ্ঠিত হয়ে আসা নারীদের ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ রূপ নিতে যাচ্ছে পূর্ণাঙ্গ আসরে।

ভারতের শীর্ষ এক গণমাধ্যম বিসিসিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে, নারীদের আইপিএলের জন্য আসরের বর্তমান ফ্র্যাঞ্চাইজিদেরকে নারী দল গঠনের জন্য সুযোগ দেয়া হবে। তবে তারা আগ্রহ না দেখালে নতুন করে ফ্র্যাঞ্চাইজি খুঁজবে বিসিসিআই।

নারীদের ক্রিকেট বিস্তারে এরই মধ্যে কয়েকটা দেশ এমন লিগের আয়োজন করা সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মেয়েদেরকে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারা পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটারদের নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আয়োজন করবে।

নারী সিপিএলের প্রথম আসরে মাঠে গড়াতে পারে চলতি বছরের আগস্টে। যেখানে দল হবে তিনটি। যেখানে দেশি ক্রিকেটারের সঙ্গে বিদেশি ক্রিকেটাররাও অংশগ্রহণ করা সুযোগ পাবে। এমনটাই নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কিরিট।

একই পথে হাঁটতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। কদিন আগের পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছিলেন, পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটারদের নিয়েও আয়োজন করা হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

নারীদের ক্রিকেটে উন্মাদনা ছড়ানোর কাজটি সবার আগে করেছে অস্ট্রেলিয়া। তারা আয়োজন করেছিল নারীদের বিগ ব্যাশ। এছাড়াও তাসমানের আরেক পাড়ের দেশ নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নারীদের জন্য রয়েছে সুপার স্ম্যাশ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে বাংলাদেশের পুরো সমর্থন একাই পাওয়ার আশা মোস্তাফিজের

আইপিএলে বাংলাদেশের পুরো সমর্থন একাই পাওয়ার আশা মোস্তাফিজের

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন ইস্যুতে মাশরাফি

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন ইস্যুতে মাশরাফি

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে হাজার রান ক্লাবে ফারজানা

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে হাজার রান ক্লাবে ফারজানা

পাকিস্তানের পিচ টেস্টের জন্য উপযুক্ত নয়: মার্ক ওয়াহ

পাকিস্তানের পিচ টেস্টের জন্য উপযুক্ত নয়: মার্ক ওয়াহ