কেটেছে মঈনের ভিসা জটিলতা, যোগ দিবেন আইপিএলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৪ মার্চ ২০২২
কেটেছে মঈনের ভিসা জটিলতা, যোগ দিবেন আইপিএলে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। কিন্তু আইপিএলে নিজ ফ্রাঞ্চাইজিতে যোগ দিতে পারেননি। ভিসা জটিলতার কারণে আইপিএলে তার অংশগ্রহণ নিয়েই জেগেছিল শঙ্কা। শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে আইপিএলে যোগ দিচ্ছেন এই ক্রিকেটার।

মঈন আলির ভিসা জটিলতা কেটে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএলে তার ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এবং তার পরিবার। এক বিবৃতিতে বৃহস্পতিবার (২৪ মার্চ) জানানো হয়েছে, ‘গতকাল (বুধবার) মঈনের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। সে ভারতের ভিসা পেয়েছে।’

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বানাথন জানিয়েছেন, ‘ইংল্যান্ড থেকে সরাসরি মুম্বাইয়ে আইসোলেশনে যোগ দিবেন মঈন। সেখানে পাঁচ দিনের কোয়ারেন্টাইন শেষে আমাদের দলে যোগ দিবে।’

ভিসা জটিলতায় পড়ায় নির্ধারিত সময়ে চেন্নাইয়ের ডেরায় যোগ দিতে পারেননি মঈন আলি। এ কারণে আইপিএলের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে মঈনকে ছাড়াই মাঠে নামতে হবে তাদেরকে।

আইপিএল শুরুর প্রায় এক মাস আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ভিসার জন্য আবেদন করেছিলেন মঈন আলি। তবে দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও তাকে ভিসা দেয়নি যুক্তরাজ্যে অবস্থিত ভারতীয় দূতাবাস। নানা জটিলতা পেরিয়ে শেষ পর্যন্ত আইপিএল শুরুর আগেই ভিসা পেয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।

আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামের আগেই মঈন আলিকে রিটেইন করেছিল চেন্নাই সুপার কিংস। আইপিএলে ৩৪ ম্যাচে ১৪৬ দশমিক ৬৬ স্ট্রাইক রেটে করেছেন ৬৬৬ রান। আর বল হাতে শিকার করেছেন ১৬ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

‘তাসকিনের আইপিএল খেলতে আপত্তি নেই, তবে সিরিজ শেষে’

‘তাসকিনের আইপিএল খেলতে আপত্তি নেই, তবে সিরিজ শেষে’

তাসকিনকে না পেয়ে লাক্ষ্মৌ দলে জিম্বাবুইয়ান পেসার মুজারাবানি

তাসকিনকে না পেয়ে লাক্ষ্মৌ দলে জিম্বাবুইয়ান পেসার মুজারাবানি

আইপিএল মাঠে বাড়ছে দর্শক সংখ্যা! 

আইপিএল মাঠে বাড়ছে দর্শক সংখ্যা! 

শ্রেয়াস আইয়ারের প্রিয় অধিনায়ক রাহুল

শ্রেয়াস আইয়ারের প্রিয় অধিনায়ক রাহুল