তাসকিনকে না পেয়ে লাক্ষ্মৌ দলে জিম্বাবুইয়ান পেসার মুজারাবানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩১ এএম, ২২ মার্চ ২০২২
তাসকিনকে না পেয়ে লাক্ষ্মৌ দলে জিম্বাবুইয়ান পেসার মুজারাবানি

মার্ক উডের ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লাক্ষ্মৌ সুপার জায়ান্টস একজন পেসারকে দলে নিতে চেয়েছিল। এ তালিকায় তাদের প্রথম পছন্দের নাম ছিল তাসকিন আহমেদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনুমতি না পাওয়ায় জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিতেই ভরসা রাখছে তারা।

সোমবার (২১ মার্চ) বিসিবি জানিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা সিরিজ থাকায় আইপিএলে খেলার সুযোগ পাবেন না তাসকিন। আর বিসিবির এই সিদ্ধান্তের পরই লাক্ষ্মৌয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। এরপরেই ব্লেসিং মুজারাবানিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

দীর্ঘ আট বছর পর কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন ব্লেসিং মুজারাবানি। এর আগে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন ব্রেন্ডন টেইলর। তবে সেইবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তার মাঠে নামার সুযোগ হয়নি সুযোগ হয়নি।

আইপিএল শুরুর আগে ধারণা করা হয়েছিল হয়তো মেগা নিলাম থেকে দল পাবেন ব্লেসিং মুজারাবানি। তবে নিলামে কোন দলই তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি। নিলামে তাকে দলে না নিলেও পরে তাকে দলে ভেড়ালো লাক্ষ্মৌ।

মুজারাবনিকে দলে নেওয়ার ব্যাপারটি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি লাক্ষ্মৌ। তবে জিম্বাবুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন ব্লেসিং মুজারাবানি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে জিম্বাবুয়ের হয়ে ৬ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ২১ টি-টোয়েন্টি খেলেছেন মুজারাবানি। এ সময় তার শিকার মোট ৮৩ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল মাঠে বাড়ছে দর্শক সংখ্যা! 

আইপিএল মাঠে বাড়ছে দর্শক সংখ্যা! 

জাতীয় দলের খেলা থাকায় মিললো না তাসকিনের ছাড়পত্র

জাতীয় দলের খেলা থাকায় মিললো না তাসকিনের ছাড়পত্র

আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী এবার গুজরাটের নেট বোলার

আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী এবার গুজরাটের নেট বোলার

ইনজুরিতে মার্ক উডের আইপিএল শেষ

ইনজুরিতে মার্ক উডের আইপিএল শেষ