প্রোটিয়া সফর চলাকালে আইপিএলের ছাড়পত্র ‘পাচ্ছেন না’ তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২১ মার্চ ২০২২
প্রোটিয়া সফর চলাকালে আইপিএলের ছাড়পত্র ‘পাচ্ছেন না’ তাসকিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। এখন সবার মনেই প্রশ্ন, তিনি কি আইপিএলে যাচ্ছেন? নাকি সুযোগ পেয়েও আইপিএলে খেলার স্বপ্ন হাতছাড়া করবেন? এই প্রশ্নের উত্তর দিন শেষে যাই হোক না কেন, আপাতত আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন না তাসকিন আহমেদ। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন সূত্র।

রোববার (২০ মার্চ) জোহানেসবার্গে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডের পর তাসকিনকে নিজেদের দলে খেলার প্রস্তাব দেয় আইপিএলের দল লাক্ষ্মৌ সুপার জায়ান্টস। তারা জানিয়েছে, আইপিএলের পুরো মৌসুমের জন্যই তাকে দলে চায় তারা।

তবে লাক্ষ্মৌয়ের এই দাবি মানলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না তাসকিন। তবে এই মুহূর্তে দেশের খেলা থাকায় আইপিএলে খেলার সুযোগ হয়তো মিস করে যাবেন তাসকিন।

কারণ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সিরিজের মাঝের সময়ে আইপিএলে খেলতে পারবেন তাসকিন। 

তিনি বলেন, ‘ তাসকিন ছাড়পত্র পাবে কিনা সে বিষয়ে আইপিএলের একটি দল যোগাযোগ করেছে। তবে আমাদের জাতীয় স্বার্থ আগে। আইপিএলে খেললে সেটা জাতীয় দলের খেলা বাদ দিয়ে খেলবে না। এই মুহূর্তে তাসকিনের আইপিএলে যোগ দেওয়ার সম্ভাবনা নেই।’

এছাড়াও টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘ওকে যেতে হলে ওয়ানডে সিরিজের পরপরই যেতে হবে। তবে টেস্ট সিরিজের আগে আমরা দলের গুরুত্বপূর্ণ একজন বোলারকে ছেড়ে দিবো কেন?’

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সিরিজের মধ্যবর্তী সময়ের জন্য লাক্ষ্মৌ আগ্রহী হলেই তবেই হয়তো পূরণ হবে তাসকিনের আইপিএল খেলার স্বপ্ন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে ‘ডাক পেলেন’ তাসকিন

আইপিএলে ‘ডাক পেলেন’ তাসকিন

ম্যাচে আমরা একাধিক ভুল করেছি : তামিম 

ম্যাচে আমরা একাধিক ভুল করেছি : তামিম 

দেশের হয়ে খেলা এবং পারফর্ম করা সত্যিই দুর্দান্ত বিষয়: ইয়াসির রাব্বি

দেশের হয়ে খেলা এবং পারফর্ম করা সত্যিই দুর্দান্ত বিষয়: ইয়াসির রাব্বি

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ঐতিহাসিক জয়