শ্রেয়াস আইয়ারের প্রিয় অধিনায়ক রাহুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৭ পিএম, ২১ মার্চ ২০২২
শ্রেয়াস আইয়ারের প্রিয় অধিনায়ক রাহুল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে কলকাতার অধিনায়কের ভারটা এসে পড়েছে তরুণ ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারের কাঁধে। অধিনায়কত্বের ভার সামলানোটা আইয়ারের জন্য নতুন কিছু নয়। এই জায়গায় আইয়ারের প্রিয় অধিনায়ক জাতীয় দলের সতীর্থ লোকেশ রাহুল।

আইয়ারের মতে রাহুলের শান্ত আচরন এবং সহজাত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। যে কারণে নিজের প্রিয় অধিনায়কের আসনে রাহুলকেই বসিয়েছেন আইয়ার।

চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকায় রাহুলের অধীনে খেলেছিলেন আইয়ার। তখনই ভারতীয় ওপেনারের নেতৃত্বের দক্ষতার জন্য মুগ্ধ হয়েছিলেন এই তরুণ ব্যাটার।

আইয়ার বলেন, ‘তার (রাহুল) অধীনে খেলতে পেরে ভালো লেগেছে। প্রথমত, সে একজন অসাধারণ খেলোয়াড়। মাঠে এবং দলের মিটিংয়ে সে যে আত্মবিশ্বাসের পরিচয় দেয়, খেলোয়াড়দের যে সমর্থন দেয় তা দারুণ।’

রাহুলের শান্ত স্বভাবের প্রশংসা করে ২৭ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘সে খুবই শান্ত স্বভাবের এবং মাঠে তার সিদ্ধান্ত নেওয়াটা খুবই সহজাত। আমি সত্যিই তার অধীনে (দক্ষিণ আফ্রিকায়) খেলা উপভোগ করেছি।’

আইয়ার ব্যাটার হলেও বোলিংটাও পারেন। কিন্তু কোনো অধিনায়ক তার এই দিকটায় নজর দেয়নি। তবে রাহুল তাকে দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে কয়েক ওভার বোলিং করিয়েছেন। সেই প্রসঙ্গ তুলে এনে মজা করলেন ভারতের বর্তমান সময়ের সেরা ব্যাটার।

তিনি বলেন, ‘এছাড়াও, তিনি আমাকে তিনটি ওভার বোলিং দিয়েছেন। এই কাজটা আগের অধিনায়কদের কেউ করেননি। হ্যাঁ, এজন্যেও তিনি আমার প্রিয় অধিনায়ক।’

অধিনায়ক হিসেবে রাহুলের পথচলা আগের থেকেই। আইপিএলের আগের আসরে পাঞ্জাব কিংসের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২৬ শে মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের আসরে রাহুল সামলাবেন নতুন দল লখনৌ সুপার জায়ান্টসের ভার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী এবার গুজরাটের নেট বোলার

আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী এবার গুজরাটের নেট বোলার

পছন্দের পজিশন তিন, ‌‘ধংসযজ্ঞ’ চালাতে প্রস্তুত আইয়ার

পছন্দের পজিশন তিন, ‌‘ধংসযজ্ঞ’ চালাতে প্রস্তুত আইয়ার

আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম

আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম

নতুন পাঁচ নিয়মে মাঠে গড়াচ্ছে আইপিএল

নতুন পাঁচ নিয়মে মাঠে গড়াচ্ছে আইপিএল