ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতি আসরেই ভারত খুঁজে পায় তাদের নতুন ভবিষ্যত তারকা। তবে এই তারকারা সবাই নিজের সর্বোচ্চ পারফর্ম করে টিকে থাকতে পারেননা। তাদের মধ্যে এই রকমই একজন হলেন পেসার মোহিত শর্মা। ২০১৪ সালে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া এই ক্রিকেটার এবারের আইপিএলে থাকবেন নেট বোলার হিসেবে।
গুজরাট টাইটান্স তাদের নেট বোলার হিসেবে মোহিত শর্মা এবং বীরেন্দ্রর স্রানকে দলে নিয়েছে। দুইজনই তাদের ক্যারিয়ারের সেরা সময়ে আইপিএলে নিজ দলের গুরুত্বপূর্ন ক্রিকেটার ছিলেন।
২০১৩ সালে আইপিএলে প্রথমবারের মতো দল পান মোহিত শর্মা। সেবার চেন্নাই সুপার কিংসের হয়ে ১৫ ম্যাচে শিকার করেছিলেন ২০ উইকেট। পরের আসরের সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছিলেন তিনি।
২০১৪ সালে চেন্নাইকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হলে নতুন দল পাঞ্জাবে যোগ দেন মোহিত শর্মা। সেখানেই তার ছন্দপতন। পরে নিষেধাজ্ঞা কাটিয়ে চেন্নাই আইপিএলে ফিরলে আবারও তামিলনাডুর এই দলে যোগ দেন।
চেন্নাইয়ে ফিরেও নিজের সেই পুরোনো ছন্দ ফিরে পাননি মোহিত শর্মা। এতেই আস্তে আস্তে ছিটকে যেতে থাকেন এই পেসার।
আইপিএল থেকে ছিটকে গেলেও ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে নিজেকে চেনানোর সুযোগ ছিল তার। সেখানেও দিয়েছেন ব্যর্থতার পরিচয়। আর এতেই হারিয়েছেন আইপিএলে খেলার সুযোগ।
২০২১ সালে আইপিএলের ১৪তম আসরের নিলাম থেকে তাকে কেউ দলে ভেড়ায়নি। তবুও ১৫তম আসরের আগে অনুষ্ঠিত নিলামে আশায় ছিলেন মোহিত শর্মা। তবে এবারও তার দিকে তাকায়নি কোনো ফ্রাঞ্চাইজি।
১৫তম আসরে দল না পেলেও আইপিএল থেকে দূরে থাকছেন না মোহিত শর্মা। ১৫তম আসরে যুক্ত হওয়া নতুন দল গুজরাট টাইটান্সের নেট বোলার হিসেবে ব্যাটারদের সহযোগিতা করবেন তিনি।
আইপিএলে ৮৬ ম্যাচ খেলে ২৬ দশমিক ৮৪ গড়ে শিকার করেছিলেন ৯২ উইকেট। আর ভারতীয় দলের জার্সিতে ২৬ ওয়ানডেতে তার শিকার ছিল ৩১ উইকেট। ৮ টি-টোয়েন্টি খেলে পকেটে ভরেছেন ৬ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর