১৩২ রান, এত কম পুঁজি নিয়ে আইপিএলে জয় তুলে নেয়া -ভাবা খুব কঠিনই। সেই কঠিনকেই সহজ করে দিলেন সাকিব-রশিদরা। এত অল্প রান নিয়েও কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৩ রানের হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
টস হেরে ব্যাট করতে নেমে হায়দরাবাদ তিন ওভারেই দলের সেরা দুই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন (০) ও শিখর ধাওয়ানকে (১১) হারিয়ে ফেলেন। ঋদ্ধিমান সাহাও ফিরে যান ৬ রান করে। দ্রুত তিন উইকেট হারানোর হায়দরাবাদের সংগ্রজ রান তখন ৫ ওভারে ২৭ রান। এরপর মনিশ পান্ডের সঙ্গে সাকিবের জুটি টেনে তুলে হায়দরাবাদের রানের স্কোর। চতুর্থ উইকেটে দু’জনে যোগ করেন ৫২ রান। তিনটি চারে ২৯ বলে ২৮ করে সাকিব আউট হন আফগান স্পিনার মুজিব উর রহমানের বলে।
দলকে এগিয়ে নিয়ে যান মনিশ। ৫১ বলে ৫৪ রান করা মনিশ আউট হন শেষ ওভারে। এরপর শেষ দিকে একটি চার ও একটি ছক্কায় ইউসুফ পাঠান করেন ১৯ বলে ২১। হায়দরাবাদ সংগ্রহ পায় ১৩২ রান।
রাজপুত করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ৪ ওভার বল করে ১৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট।
সাকিবদের ছুঁড়ে দেয়া ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১৯ রানেই থেমে যায় পাঞ্জাব। সাকিব ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস গেইলকে (২২ বলে ২৩) ফেরান পেসার বাসিল থাম্পি। তবে ম্যাচ হারলেও ৪ ওভারে ১৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পাঞ্জাবের অঙ্কিত রাজপুত।