ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন ইংলিশ পেসার মার্ক উড। ইনজুরিতে পড়ে ক্যারিবিয়ান সফর থেকে ছিটকে গেছেন। এরপরেই তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার বিষয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কায় সত্যি হলো, আইপিএল থেকে ছিটকে গেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের শেষদিনের শুরুতেই ইনজুরিতে পড়েন মার্ক উড। ওইদিন আর বোলিংয়ে নামতে পারেননি এই পেসার। ম্যাচ শেষে জানা যায়, ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।
ক্যারিবিয়ান সফর থেকে ছিটকে যাওয়ার পর থেকেই মার্ক উডের আইপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কায় সত্যি হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর ইনজুরির কারণে আইপিএলে থাকবেন না এই ক্রিকেটার।
আইপিএলের ১৫তম আসরের মেগা নিলাম থেকে মার্ক উডকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্রাঞ্চাইজি লাক্ষ্মৌ সুপার জায়ান্টস। তাকে দলে ভেড়াতে নতুন দলটিকে খরচ করতে হয়েছিল ৭ দশমিক ৫ কোটি রুপি।
আইপিএলের ১৫তম আসরেই প্রথমবারের মতো খেলবে লাক্ষ্মৌ সুপার জায়ান্টস। এই আসরে মার্ক উডকে কেন্দ্র করেই নিজেদের বোলিং আক্রমণ সাজিয়েছিল লাক্ষ্মৌ। তার অনুপস্থিতি দলকে বেশ ভোগাবে বলেই ধারণা করা হচ্ছে। তার বদলি হিসেবে কাকে দলে নেওয়া হবে সে বিষয়টি এখনও নিশ্চিত করেনি ফ্রাঞ্চাইজিটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর