টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার-হিটিং খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে বিশ্বের অনেক দলই ব্যাটারদের হিটিং স্কিল বাড়াতে নিয়োগ দিচ্ছে পাওয়ার-হিটিং কোচ। এই ধারা থেকে বাদ যায়নি ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)।
আইপিএলের ১৫তম আসরের দল পাঞ্জাব কিংসের পাওয়ার-হিটিং কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জুলিয়ান উড। খেলোয়াড় হিসেবে বেশিদূর যেতে না পারলেও তার কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।
আইপিএলে এবারই প্রথমবারের মতো কোনো দলের দায়িত্ব পেয়েছেন উড। এর আগে তিনি বিগ ব্যাশ লিগ, ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ এবং বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টেগুলোতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে জড়িত ছিলেন। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের সাথেও কাজ করেছেন তিনি।
খেলোয়াড় হিসাবে কখনো ইংল্যান্ড জাতীয় দলের হয়ে না খেললেও ঘরোয়া ক্রিকেটে হ্যাম্পাশায়ারের হয়ে খেলেছেন উড। ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে মোটামুটি উজ্জ্বল ছিলেন উড। প্রথম শ্রেনীর ক্রিকেটে ২৭ ইনিংসে ব্যাট হাতে করেছেন ৯৬০ রান। লিস্ট ‘এ’-তে ৫৫ ইনিংসে করেছেন ১১৩১ রান।
এবারের আসরে পাঞ্জাব কিংস লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান এবং ওডেন স্মিথের মতো পাওয়ার হিটারদের দলে ভিড়িয়েছে। উডের অন্তর্ভুক্তি এদের জন্য খুব ভালো কিছু হবে বলেই মনে করছে পাঞ্জাব ম্যানেজমেন্ট।
স্পোর্টসমেইল২৪/এএইচবি