ইনজুরির কারণে ঘরের মাঠে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারেননি ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। এবার আইপিএলের প্রথম ম্যাচেও মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা।
চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। ওই সিরিজেই চোটে পড়েন ফর্মে থাকার ব্যাটার সুর্যকুমার যাদব। এরপর থেকে ব্যাঙ্গালুরুর ন্যাশন্যাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রিহ্যাব করছেন এই ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেটাররা ইতিমধ্যেই আইপিএলে নিজেদের দলের সাথে যোগ দিলেও এখনও এনসিএতেই আছেন সুর্যকুমার যাদব। এখানে রিহ্যাব শেষ করে তবেই আইপিএলে নিজ দলে যোগ দিবেন এই ক্রিকেটার।
তার বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছে, ‘সূর্যকুমার রিহ্যাব করছে। আইপিএলের প্রথম ম্যাচে তার মাঠে নামা অনিশ্চিত এবং কঠিন।’
#MondayMotivation with a twist!
— Mumbai Indians (@mipaltan) March 14, 2022
Tag your gym buddy who always makes you laugh during workouts #OneFamily #MumbaiIndians @surya_14kumar @mdsirajofficial pic.twitter.com/kBGKMJtoNE
চলতি বছরের ২৭ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল মিশন শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচেই সূর্যকুমারকে না পাওয়া তাদের জন্য একটি বড় ধাক্কা।
সূর্যকুমারসহ চার ক্রিকেটারকে ১৫তম আসরের নিলামের আগে ধরে রেখেছিল মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। তবে ইনজুরির কারণে সূর্যকুমার যোগ দিতে না পারলেও রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহরা দলের সাথে যোগ দিয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে ইনজুরি কাটিয়ে উঠতে পারলেও আইপিএলে মুম্বাইয়ের দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে নামবেন সূর্যকুমার। এমনটাই জানিয়েছে বিসিসিআই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর