নতুন পাঁচ নিয়মে মাঠে গড়াচ্ছে আইপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৫ মার্চ ২০২২
নতুন পাঁচ নিয়মে মাঠে গড়াচ্ছে আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে নিজেদের পূর্বের নিয়মে বড় পরিবর্তন এনেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বড় ধরনের পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে গড়াবে আইপিএলের ১৫তম আসর।

সোমবার (১৪ মার্চ) আইপিএলের এইসব নিয়ম পরিবর্তনের কথা নিশ্চিত করেছে বিসিসিআই। ডিআরএস, করোনানীতি এবং ক্যাচ আউট নিয়মের মতো কয়েকটি বড় পরিবর্তন এনেছে বিসিসিআই।

টানা তৃতীয়বারের মতো আইপিএল অনুষ্ঠিত হবে বায়ো-বাবলের মধ্যে। অন্যবার আইপিএলে করোনাক্রান্ত ক্রিকেটারদের ছাড়া একাদশ গঠনের জন্য নির্ধারিত কোনো নিয়ম না থাকলেও এবার তা থাকছে। বিসিসিআই জানিয়েছে, একটি ম্যাচের আগে কমপক্ষে ১২ জন ক্রিকেটারকে করোনা নেগেটিভ থাকতে হবে। আর এর মধ্যে থাকতে হবে কমপক্ষে ৭ ভারতীয় ক্রিকেটার। তা না হলে ম্যাচ স্থগিত করা হবে। আর পরবর্তী সময়ে আয়োজিত হবে ওই ম্যাচ।

এছাড়াও আইপিএলের আগের আসরগুলোতে দলগুলো প্রতি ইনিংসে একটি করে রিভিউ নেওয়ার সুযোগ পেত। তবে এবার সেই সুবিধা বাড়ানো হয়েছে। দলগুলো এবার থেকে প্রতি ইনিংসে দুইটি করে রিভিউ নেওয়ার সুযোগ পাবে।

দিন কয়েক আগে ক্রিকেটের নিয়ম প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে ওভারের শেষ বল না হলে ক্যাচ আউটে ব্যাটার আউট হলে মাঠে নামা নতুন ব্যাটার স্ট্রাইক পাবে। এমসিসি জানিয়েছিল, এই নিয়ম চালু চলতি বছরের ১ অক্টোবর থেকে। তবে আইপিএলের ১৫তম আসর থেকেই এই নিয়ম চালু করছে বিসিসিআই।

এদিক সুপার ওভার নিয়েও এসেছে বড় ধরনের পরিবর্তন। জানিয়েছে, সুপার ওভার আয়োজন করার মতো পরিস্থিতি না থাকলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলকে ম্যাচের জয়ী ঘোষণা করা হবে।

এছাড়াও, আইপিএলের প্লে অফ নিয়েও দিয়েছে একটি চূড়ান্ত সিদ্ধান্ত। জানানো হয়েছে, প্লে অফ যেকোনো মাঠেই অনুষ্ঠিত হবে। তবে প্লে অফের ম্যাচে দলগুলো তাদের হোম ভেন্যুর সুবিধা নিতে পারবে না। 

নতুন এই পাঁচ পরিবর্তন নিয়েই মাঠে গড়াবে আইপিএল। চলতি বছরের ২৬ মার্চ থেকে মহারাষ্ট্রের চার ভেন্যুতে শুরু হবে আইপিএলের ১৫তম আসর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির সাথে খেলা প্রতিটা তরুণ ক্রিকেটারের স্বপ্ন : অনুজ রাওয়াত

কোহলির সাথে খেলা প্রতিটা তরুণ ক্রিকেটারের স্বপ্ন : অনুজ রাওয়াত

ধোনির সাথে নিজের অধিনায়কত্বে মিল খুঁজে পান ডু প্লেসিস

ধোনির সাথে নিজের অধিনায়কত্বে মিল খুঁজে পান ডু প্লেসিস

আইপিএলে ব্যাঙ্গালুরুর নতুন অধিনায়ক ডু প্লেসিস

আইপিএলে ব্যাঙ্গালুরুর নতুন অধিনায়ক ডু প্লেসিস

আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ

আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ