ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) নেতৃত্বে সবচেয়ে বেশি সময় ধরে ছিলেন বিরাট কোহলি। তাদের হয়ে সর্বোচ্চ ১৪০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ভারতীয় ব্যাটার। তবে ১৫তম আসরের জন্য আরসিবি দায়িত্ব তুলে দিয়েছে দক্ষিন আফ্রিকান ক্রিকেটার ফাফ ডু প্লেসিসের কাঁধে।
দায়িত্ব নিয়ে ডু প্লেসিস জানালেন, অধিনায়ক না হলেও কোহলিই আরসিবির প্রাণশক্তি। শনিবার (১২ মার্চ) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়ে নবনিযুক্ত অধিনায়ক বলেন, ‘বিরাট হয়তো অধিনায়কত্ব ত্যাগ করেছেন। কিন্তু তার শক্তি দলের জন্য এমন কিছু যা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আইপিএল যাত্রায় প্রতিটি ধাপে প্রয়োজন হবে।’
আইপিএলের আগের আসরগুলোয় চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ডু প্লেসিস। চেন্নাইয়ের হয়ে চারবার শিরোপা উচিয়ে ধরেছেন তিনি। এবার দায়িত্ব বুঝে নিলেন ব্যাঙ্গালুরুর সফল অধিনায়কের কাছে থেকে।
ব্যাঙ্গালুরুর অধিনায়কের নাম প্রকাশ অনুষ্ঠানে একটি ভার্চুয়াল মিডিয়া ইন্টারঅ্যাকশনে কোহলিকে নিয়ে প্রোটিয়া তারকা বলেন, ‘সে (কোহলি) অধিনায়ক না হয়েও নিজের এবং দলের জন্য যে শক্তি নিয়ে আসেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যতটা সম্ভব তার এই দিকটা ব্যবহার করতে চেষ্টা করব।’
কোহলির অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেটে পরিবর্তন এসেছে বলে মনে করেন ডু প্লেসিস। তিনি বলেন, ‘একজন ক্রিকেট খেলোয়াড় হিসাবে তার পারফরম্যান্স সেরাদের মধ্যে একটি ছিল। শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসাবে তিনি যা করেছেন তার জন্য বিশাল সম্মান। তিনি ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছেন।’
ডু প্লেসিস আরও বলেন, ‘আমি সময়ের সাথে সাথে এটি ঘটতে দেখেছি। এতদিন ধরে ভারতের বিরুদ্ধে খেলে আমি এই পরিবর্তনটি দেখতে পাচ্ছিলাম। তার অধীনে ভারতীয় দল যেভাবে লড়াই করছে, আগে কখনো করেছে বলে মনে হয় না। তার অত্যন্ত শক্তিশালী একটি নেতৃত্বের ধরণ রয়েছে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি