আইপিএলে ব্যাঙ্গালুরুর নতুন অধিনায়ক ডু প্লেসিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১২ মার্চ ২০২২
আইপিএলে ব্যাঙ্গালুরুর নতুন অধিনায়ক ডু প্লেসিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শেষ হওয়ার আগেই বিরাট কোহলি জানিয়েছিলেন, নতুন মৌসুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক থাকছেন না।এরপর থেকেই নতুন অধিনায়কের খোঁজে ছিল ব্যাঙ্গালুরু। শেষ পর্যন্ত সেই গুরুদায়িত্ব পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।

আইপিএলের ১৫তম আসরে মেগা নিলামের আগে ডু প্লেসিসকে ছেড়ে দেয় চেন্নাই সুপার কিংস। মেগা নিলামে ডু প্লেসিসকে দলে ভেড়াতে মরিয়া হয়ে ছিল চেন্নাই। তবে শেষ পর্যন্ত ৭ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল ব্যাঙ্গালুরু। নতুন মৌসুমে ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন তিনি।

বিরাট কোহলির দায়িত্ব ছেড়ে দেওয়ার পরপরেই ধারণা করা হচ্ছিল ব্যাঙ্গালুরুর অধিনায়কের দায়িত্বভার পাবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসিসের উপরই ভরসা রাখছে দলটি।

ফ্যাফ ডু প্লেসিসের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ। শুধুমাত্র আইপিএলের ১৫তম আসরেই দলকে নেতৃত্ব দিবেন এই প্রোটিয়া ব্যাটার। পরের আসরে আবারও নতুন করে অধিনায়ক খুঁজতে হবে ফ্রাঞ্চাইজিটিকে।

আইপিএলে অধিনায়কের দায়িত্ব পেয়ে এক ভিডিও বার্তায় ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ডু প্লেসিস। সেই সময়ই তিনি জানিয়ে দেন এটাই হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে তার শেষ আইপিএল আসর।

তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে এটাই আমার শেষ আইপিএল। আমার উপর ভরসা রাখায় আরসিবিকে (ব্যাঙ্গালুরু) ধন্যবাদ। আশা করি সমর্থকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’

আইপিএলের ১৫তম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নামলেও এর আগের আসরগুলোতে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই খেলেছিলেন এই ক্রিকেটার। আইপিএলে এখন পর্যন্ত ১০০ ম্যাচ খেলে ১৩১ দশমিক ০৯ স্ট্রাইকরেটে করেছেন ২ হাজার ৯৩৫ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ

আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ

রাজস্থান রয়্যালসের নতুন বোলিং কোচ লাসিথ মালিঙ্গা

রাজস্থান রয়্যালসের নতুন বোলিং কোচ লাসিথ মালিঙ্গা

গুজরাটে জেসন রয়ের বদলি রহমানউল্লাহ গুরবাজ!

গুজরাটে জেসন রয়ের বদলি রহমানউল্লাহ গুরবাজ!

চেন্নাই সুপার কিংসের নেট বোলার আয়ারল্যান্ডের জশ লিটল

চেন্নাই সুপার কিংসের নেট বোলার আয়ারল্যান্ডের জশ লিটল