ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। সেখানে সাবেক শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারার সাথে কাজ করবেন এই ক্রিকেটার।
রাজস্থান রয়্যালসের বোলিংয়ের কোচের পাশাপাশি টিম ক্যাটালিস্টও নিয়োগ দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এ দায়িত্ব পেয়েছেন দলটির সাবেক কোচ প্যাডি আপটন। শুক্রবার (১১ মার্চ) এই দুইজনের নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। এর আগে সর্বশেষ ২০১৯ সালে আইপিএল খেলেছিলেন এই পেসার।
আইপিএলের দল রাজস্থান রয়্যালসের বোলিং কোচের দায়িত্ব নেওয়ার আগে শ্রীলঙ্কা জাতীয় দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে তার। চলতি বছর শ্রীলঙ্কা দলের অস্ট্রেলিয়া সফরে বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন সাবেক এই ক্রিকেটার। এছাড়াও ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার।
*???????????????????????? ???????????? ????????????????*
— Rajasthan Royals (@rajasthanroyals) March 11, 2022
Lasith Malinga. IPL. Pink. #RoyalsFamily | #TATAIPL2022 | @ninety9sl pic.twitter.com/p6lS3PtlI3
রাজস্থান রয়্যালসে বোলিং কোচের পদে স্টিফেন জোন্সের স্থলাভিষিক্ত হয়েছেন এই পেসার। রাজস্থান রয়্যালসে স্টিফেন জোন্সকে হাই পারফর্মেন্স বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী লাসিথ মালিঙ্গা। পুরো আইপিএল ক্যারিয়ারে মুম্বাইয়ের হয়েই খেলেছিলেন এই পেসার। এ সময় ১২২ ম্যাচে ১৭০ উইকেট শিকার করেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর