ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসে নেট বোলার হিসেবে বোলিং করার সুযোগ পাচ্ছেন আয়ারল্যান্ডের পেসার জশ লিটল। বিষয়টি এক টুইট বার্তায় নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
আইপিএলের বিভিন্ন দলের সাথে বিদেশি বোলারদের নেট বোলার হিসেবে কাজ করার ব্যাপারটি নতুন নয়। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার হিসেবে কাজ করেছিলেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকী।
এবার সেই ধারাবাহিকতায় চেন্নাইয়ের নেট বোলার হিসেবে থাকবেন জশ লিটল। চেন্নাইয়ের ব্যাটারদের সহযোগিতা করতেই সেখানে যাবেন তিনি।
আইপিএলে নেট বোলার হিসেবে সুযোগ পাওয়ায় লিটলকে অভিনন্দন জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তারা জানিয়েছে, ‘অভিনন্দন জশ লিটল! চেন্নাইয়ের সাথে কাজ করে নিজের উন্নতি করবে। এর জন্য শুভকামনা রইলো।’
আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৯ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জশ লিটল। এ সময়ে তার শিকার ছিল মোট ৬১ উইকেট।
চলতি বছরের ২৬ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসর। উদ্বোধনী দিনে মাঠে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের এবারের আসরে ৬৫ দিনে অনুষ্ঠিত হবে মোট ৭০ ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]