ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শুরুর তারিখ নির্ধারণ করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএল সম্প্রচার প্রতিষ্ঠান স্টার নেটওয়ার্কের দাবি মেনে ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি।
বিসিসিআই চেয়েছিল চলতি বছরের ২৭ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএল। এটা হলে প্রথম সপ্তাহে ডাবল হেডার ম্যাচ আয়োজন করতে সম্ভব হতো না। আইপিএলে সাধারণত রোববার ছাড়া ডাবল হেডার আয়োজন করা হয় না।
ব্রডকাস্টারদের দাবি ছিল প্রথম সপ্তাহ থেকেই আইপিএলে থাকবে ডাবল হেডার। এ কারণেই একদিন এগিয়ে এনে ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট।
আইপিএল শুরুর তারিখ চূড়ান্ত হলেও এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বিসিসিআই। খুব দ্রুতই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
সর্বশেষ দুই আসরে দর্শকবিহীন মাঠে খেলা গড়ালেও এবার সেই পথে হাঁটছে না বিসিসিআই। মাঠে ২৫-৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে দেওয়া হবেও বলে জানানো হয়েছে।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মহারাষ্ট্রের চারটি ভেন্যুতে মাঠে গড়াবে আইপিএলের ১৫তম আসর। ভেন্যুগুলো হলো- ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্যাব্রোণ স্টেডিয়াম, ডিওয়াই পাতিল স্টেডিয়াম এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়াম, গাহুঞ্জে।
চারটি ভেন্যুতে আইপিএলের মোট ৭০ টি ম্যাচ আয়োজন করা হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত হবে ২০ টি করে ম্যাচ। ব্যাব্রোন স্টেডিয়াম এবং এমসিএ স্টেডিয়ামে আয়োজিত হবে ১৫ টি করে ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]