ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। অপেক্ষা কেবল আসর মাঠ গড়ানোর। এর মধ্যে হঠাৎ করে ভেন্যু ইস্যুতে বেঁকে বসেছে মুম্বাই ইন্ডিয়ান্স বাদে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের হোম ম্যাচ রাখায় তাদের যত আপত্তি।
বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন আপত্তিতে রীতিমতো বিপাকে পড়েছে আইপিএল কর্তৃপক্ষ। এবারের আসর আয়োজনের জন্য তারা চারটি ভেন্যু ঠিক করে রেখেছিল। ভেন্যুগুলো হলোঃ ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রেবোর্ন স্টেডিয়াম, ডিআই পাতিল স্টেডিয়াম ও গাহুঞ্জে স্টেডিয়াম। ভেন্যু নিয়ে অবশ্য আপত্তি নেই দলগুলোর। তাদের আপত্তি ওয়াংখেড়েতে মুম্বাইয়ের খেলা নিয়ে। দলগুলোর অভিযোগ, ঘরের মাঠে বাড়তি সুবিধা নেয় মুম্বাই!
এই ব্যাপারে আসরের একটি ফ্র্যাঞ্চাইজির মুখপাত্র মুখোমুখি হয়েছিল ভারতের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমের। সেখানেই জানিয়েছে তাদের প্রতিক্রিয়া। সেই মুখপাত্র বলেন, ‘অন্য দলগুলো ঘরের মাঠে ম্যাচ পায়নি। এটা খুবই অন্যায় হবে যদি মুম্বাই তাদের বেশিরভাগ ম্যাচই ঘরের মাঠে খেলে।’
তিনি আরও বলেন, ‘মুম্বাইকে নিয়ে বাকি দলগুলোর কোনো সমস্যা নেই। তারা পুনের ডিআই পাতিল স্টেডিয়ামে খেলতে পারে। ব্রেবোর্ন স্টেডিয়ামও ঠিক আছে। আশা করি বিসিসিআই এই ব্যাপারটা গুরুত্ব সহকারে নিবে।’
এবারের আসরের দশটি দলের অনুশীলনের জন্য মাঠ যোগাড় করাও ভারতীয় বোর্ডের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপাতত, রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম এবং বান্দ্র করলা কমপ্লেক্স বরাদ্দ রয়েছে অনুশীলনের জন্য। করোনার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এই ব্যাপারে বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘এতগুলোর দলের জন্য বিমানে ভ্রম করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা ঝুঁকির। বিসিসিআই এটা করতে চাচ্ছে না। প্রথম কাজটাই হলো, একদম ঠিক সময়ে আসর শেষ করতে হবে। কারন কেউ বলতে পারে না কখন আবার করোনার দ্বিতীয় ধাপ শুরু হয়।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]