নেটে বুমরাহকে খেলতে উদগ্রীব হয়ে আছি : টিম ডেভিড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২
নেটে বুমরাহকে খেলতে উদগ্রীব হয়ে আছি : টিম ডেভিড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে দল পেয়েছেন টিম ডেভিড। তাকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। একই দলের হয়ে মাঠ মাতাবেন রোহিত শর্মা-জাসপ্রিত বুমরাহর মতো তারকারা। টুর্নামেন্ট শুরুর অনেক সময় বাকি থাকলেও নেটে বুমরাহকে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন ডেভিড।

আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামে টিম ডেভিডকে রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দলগুলো। ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে দলে পেতে মুম্বাইকে শেষ পর্যন্ত খরচ করতে হয়েছে ৮ কোটি ২৫ লাখ রুপি।

মুম্বাইয়ের স্কোয়াডে বিশ্বমানের কয়েকজন পেসার থাকায় সেখানেই নিজেকে ঝালিয়ে নিতে চান টিম ডেভিড। তিনি মনে করেন বুমরাহর বিপক্ষে খেলাটা তার জন্য চ্যালেঞ্জিং একটি বিষয়।

তিনি বলেন, ‘নেটে আমি বুমরাহর মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছি। আমি জানি এটা অদ্ভুদ শোনাচ্ছে। আমি বিশ্বাস করি তার বিরুদ্ধে নিজেকে যাচাই করাটা দারুণ একটি বিষয়। আমি নিশ্চিত, এটা আমার জন্য কঠিন কাজ।’

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা নিজেদের ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ কারণেই মুম্বাইয়ের একাদশে জায়গা পেলে তরুণদের মতো অনুভূতি হবে বলে মনে করেন টিম ডেভিড।

তিনি বলেন, ‘মুম্বাই স্কোয়াডে যোগ দিতে এবং খেলায় অংশ নিতে আমি মুখিয়ে আছি। আমি মনে করি, এমন একটি সফল দলে সুযোগ পাওয়া দারুণ একটা ব্যাপার। এখানে পারফর্ম করা এবং দলকে জেতানো চাপের বিষয়। তবে আমি রোমাঞ্চিত।’

আইপিএলের সর্বশেষ আসরেও খেলেছিলেন টিম ডেভিড। সেবার আমিরাত পর্বের জন্য তাকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে অভিষেক ম্যাচে ১ রানে আউট হওয়ার পর আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনতে মুখোমুখি লড়াইয়ে অ্যামাজন-রিলায়েন্স

আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনতে মুখোমুখি লড়াইয়ে অ্যামাজন-রিলায়েন্স

আমি ঋষভের জায়গা নিতে চাই না : ঈশান কিষাণ

আমি ঋষভের জায়গা নিতে চাই না : ঈশান কিষাণ

সম্প্রচার প্রতিষ্ঠানের দাবি মেনে ‘এগিয়ে আসছে’ আইপিএল

সম্প্রচার প্রতিষ্ঠানের দাবি মেনে ‘এগিয়ে আসছে’ আইপিএল

হায়দরাবাদের কোচিং প্যানেলে সাইমন হেলমট

হায়দরাবাদের কোচিং প্যানেলে সাইমন হেলমট