বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর মাঠে গড়াবে ২৭ মার্চ। তবে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে সম্প্রচার প্রতিষ্ঠানের দাবি একদিন এগিয়ে আসুক আইপিএল।
আইপিএলের ১৫তম আসরের আগে মেগা নিলাম আয়োজিত হলেও এখনও সূচি প্রকাশ করেনি বিসিসিআই। বিভিন্ন সময় জানা গিয়েছিল রোববার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে আইপিএলের সূচি। তবে সম্প্রচার প্রতিষ্ঠানের দাবির মুখে হয়তো আরও কয়েকদিন পিছিয়ে যেতে পারে আইপিএলের সূচি প্রকাশ।
আইপিএলের মেগা নিলামের তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল ২৭ মার্চ থেকে মাঠে গড়াবে ১৫তম আসর। তবে সম্প্রচার প্রতিষ্ঠানের চাওয়া একদিন এগিয়ে আসুক আইপিল।
সম্প্রচার প্রতিষ্ঠান কেন একদিন আইপিএল এগিয়ে নিতে যাচ্ছে? সাধারণত রোববার আইপিএলে দুইটি ম্যাচ আয়োজন করা হয়। যদি ২৭ মার্চ থেকে আইপিএল আয়োজন করা হয়, সেক্ষেত্রে প্রথম সপ্তাহের কোনো দিনই একই দিনে দুই ম্যাচ আয়োজন করতে পারবে না বিসিসিআই।
অপরদিকে আইপিএল সম্প্রচারের দায়িত্বে থাকা ডিজনি স্টারের চাওয়া প্রথম সপ্তাহ থেকেই ডাবল হেডার অনুষ্ঠিত হোক। এ কারণেই মূলত একদিন এগিয়ে আসতে পারে আইপিএল।
সম্প্রচার প্রতিষ্ঠানের সাথে এখনও বনিবনা করতে পারেনি বিসিসিআই। এ কারণেই এখনও প্রকাশিত হয়নি আইপিএলের সূচি।
করোনার কারণে মহারাষ্ট্রের চারটি স্টেডিয়ামে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই তালিকায় আছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম, ডিওয়াই পাতিল স্টেডিয়াম এবং মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]