আইপিএল নিলামে ঝড় তোলা হাঙ্গারগেকারের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২
আইপিএল নিলামে ঝড় তোলা হাঙ্গারগেকারের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ

সর্বশেষ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজর কেড়েছিলেন ভারতীয় বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকার। তার বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ করেছেন স্পোর্ট এন্ড ইয়ুথ বিভাগের প্রধান ওমপ্রকাশ বাকোরিয়া। তিনি জানিয়েছে, বয়স দুই বছর কমিয়েছেন এই অলরাউন্ডার।

বিষয়টি নিয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়াতে (বিসিসিআই) অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি প্রকাশে সহায়তা করেছে বাল্যকালের হাঙ্গারগেকারের বাল্যকালের শিক্ষাপ্রতিষ্ঠান টেরনা পাবলিক স্কুল।

এখানকার নথিপত্রে দেখা গেছে, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তার জন্ম তারিখ ছিল ১০ জানুয়ারি, ২০০১। অষ্টম শ্রেণিতে উঠার পর তার বয়স পরিবর্তন করে ১০ নভেম্বর ২০০২ করে দেন।

রাজবর্ধন হাঙ্গারগেকারের বিরুদ্ধে আনা এই অভিযোগ বেশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বিসিসিআই। অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেলে দুই বছরের সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানানো হয়েছে।

সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন হাঙ্গারগেকার। ছয় ম্যাচ খেলে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতে লেজের সারিতে খেলা তিন ইনিংসে করেছেন ১৮৫.৭১ স্ট্রাইক রেটে ৫২ রান।

দারুণ এই পারফরম্যান্সের পুরস্কার দ্রুতই পেয়েছেন হাঙ্গারগেকার। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস তাকে মেগা নিলাম থেকে দেড় কোটি রুপিতে দলে ভিড়িয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হায়দরাবাদের কোচিং প্যানেলে সাইমন হেলমট

হায়দরাবাদের কোচিং প্যানেলে সাইমন হেলমট

আইপিএলের জন্য জাতীয় দলে সেরাটা দেন না ক্রিকেটাররা : গাভাস্কার

আইপিএলের জন্য জাতীয় দলে সেরাটা দেন না ক্রিকেটাররা : গাভাস্কার

নিলাম ঘরের ত্রাণকর্তা চারু শর্মা

নিলাম ঘরের ত্রাণকর্তা চারু শর্মা