ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলামের পরপরই সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন ক্যাটিচ। তার বদলি হিসেবে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইমন হেলমট।
আইপিএলের ১৪তম আসরের পরপরই হায়দরাবাদের দায়িত্ব ছেড়ে দেন হেড কোচ ট্রেভর বেলিস এবং তার সহকারী ব্রাড হ্যাডিন। তাদের স্থলাভিষিক্ত হয়েছিলেন যথাক্রমে টম মুডি এবং সাইমন ক্যাটিচ।
আইপিএলের মেগা নিলাম নিয়ে মতের মিল না হওয়ায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন সাইমন ক্যাটিচ। এরপর থেকেই নতুন সহকারী কোচের খোঁজে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার সেই পদে আসলেন সাইমন হেলমট।
ক্যাটিচ হায়দরাবাদের সাথে মতের মিল না হওয়াকে কারণ হিসেবে দাঁড় করালেও এ অভিযোগ অস্বীকার করেছে ফ্রাঞ্চাইজিটি। তারা জানিয়েছে, পারিবারিক কারণে দায়িত্ব ছেড়েছেন ক্যাটিচ।
এদিকে, হায়দরাবাদের দায়িত্বে নতুন নন সাইমন হেলমট। ২০২১ থেকে ২০১৯ সাল পর্যন্ত হায়দরাবাদের কোচিং প্যানেলে ছিলেন তিনি। এছাড়া ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত বাংলাদেশ এইচপির দায়িত্বে ছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]