দিন কয়েক পরেই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএল শুরুর আগে দলগুলো নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। এরই মধ্যে আইপিএলের আগে বেশ বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। জানালেন, আইপিএলের জন্যই ক্রিকেটাররা জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দেননা।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। সব ক্রিকেটাররাই মুখিয়ে থাকেন আইপিএল খেলবেন বলে। তবে এর জন্য জাতীয় দলের হয়ে নিজেদের সেরাটা দিতে কিছুটা হলেও পিছিয়ে থাকেন বলে জানিয়েছে গাভাস্কার।
তার মতে, ‘নিলাম যেকোনো ক্রিকেটারের জন্য জীবন পাল্টে দেওয়া এক অভিজ্ঞতা। কারণ, এর মধ্যে দিয়ে নিশ্চিত ভবিষ্যতের দরজা খুলে যায়। তাদের পরিবারের ভবিষ্যতও নিশ্চিত হয় এই নিলামের মধ্যে দিয়ে। তবে অপরদিকে এটাও সত্যি যে আইপিএল কাছাকাছি থাকলে অনেকেই দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দেন না। এই ঘটনা একেবারে সত্যি।’
কেন নিলামকে সামনে রেখে ক্রিকেটাররা নিজেদের সেরাটা দেননা সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তার মতে নিলামের আগে ইনজুরিতে পড়লে আইপিএল খেলার স্বপ্ন অনেকটাই ধূলিসাৎ হয়ে যায়। এ কারণেই ক্রিকেটাররা পিছপা হন।
এ বিষয়ে গাভাস্কার বলেন, ‘এর প্রধান কারণ, তারা চোট মুক্ত থাকতে চান। চোট পেলে ফিটনেস সমস্যা হতে পারে। ফলে আইপিএলের চুক্তির নিশ্চয়তা থেকে বঞ্চিত হতে পারেন তারা। এই কারণে ফিল্ডিং করার সময়ে অনেকেই ঝাঁপান না, স্লাইড করেন না, ডিপ থেকে জোরে থ্রো করেন না। তাদের ভয় থাকে চোট মানেই আইপিএলের নিলাম থেকে নির্ঘাত বাদ পড়তে হবে।’
এছাড়াও আইপিএল ক্রিকেটারদের উপর চাপ তৈরি করে বলে জানান এই ক্রিকেটার। তার মতে ক্রিকেটারদের বেশি দাম দিয়ে কিনলে সেই ক্রিকেটারের প্রতি সমর্থক কিংবা ফ্রাঞ্চাইজিদের প্রত্যাশার পারদ বেশ উপরে উঠে যায়। এ কারণেই ক্রিকেটাররা আইপিএলে প্রচুর চাপে থাকেন।
বলেন, ‘প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সমর্থকেরাই দেখতে চান, কোনো খেলোয়াড়ের জন্য তাঁদের দল যে অর্থ ব্যয় করছে, ওই খেলোয়াড় সেটির যোগ্য কি না। এটাই খেলোয়াড়দের ওপর চাপ তৈরি করে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]