আইপিএলে কলকাতার নতুন অধিনায়ক আইয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
আইপিএলে কলকাতার নতুন অধিনায়ক আইয়ার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলাম থেকে অধিনায়ক ইয়ান মরগ্যানকে দলে ভেড়ায়নি কলকাতা নাইট রাইডার্স। এ কারনেই নতুন অধিনায়ক খোঁজে ছিল দলটি। নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারকে নির্বাচিত করেছে আইপিএলের এই ফ্রাঞ্চাইজিটি।

আইপিএলের প্রথম আসর থেকে এখন পর্যন্ত চারজন অধিনায়কের নেতৃত্বে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। পঞ্চম ক্রিকেটার হিসেবে অধিনায়কের ব্যাটন উঠেছে শ্রেয়াস আইয়ারের হাতে। এর আগে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন গৌতম গম্ভীর।

আইপিএলের ১৫তম আসর থেকে শ্রেয়াস আইয়ারকে ১২ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল তার কাঁধেই উঠতে পারে নেতৃত্ব ভার। শেষ পর্যন্ত হলোও তাই। আইয়ারের কাঁধেই উঠেছে কলকাতার নেতৃত্বভার।

আইপিএলে অধিনায়ক হিসেবে নতুন নন শ্রেয়াস আইয়ার। এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ইনজুরির কারণে সর্বশেষ আসরে প্রথমাংশে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি তিনি। ইনজুরি থেকে মাঠে ফিরলেও দ্বিতীয়ার্ধে তাকে অধিনায়কের দায়িত্ব দেয়নি দিল্লি কর্তৃপক্ষ।

অধিনায়কের দায়িত্ব পেয়ে আইয়ার বলেন, ‘কেকেআরের মতো দারুণ একটি দলের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলে থাকেন এবং এখানে সব সংস্কৃতি এক হয়ে যায়। অসাধারণ সব প্রতিভাবানদের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

কলকাতার সাবেক অধিনায়ক এবং বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাককালামও নতুন অধিনায়ককে স্বাগত জানিয়েছেন। বলেন, ‘শ্রেয়াস আইয়ারের মতো ভারতের ভবিষ্যৎ নেতাকে পেয়ে আমি দারুণ আনন্দিত। সে কেকেআরের দায়িত্ব নিচ্ছে। আমি শ্রেয়াসের খেলা উপভোগ করি এবং তার অধিনায়কত্বের দক্ষতা কাজে লাগিয়ে আমরা সাফল্যের খোঁজ করবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির সাথে খেলাকে বড় সুযোগ মানছেন ডু প্লেসিস

কোহলির সাথে খেলাকে বড় সুযোগ মানছেন ডু প্লেসিস

ইংলিশদের আইপিএল নয়, কাউন্টি খেলার পরামর্শ আর্থারের 

ইংলিশদের আইপিএল নয়, কাউন্টি খেলার পরামর্শ আর্থারের 

চেন্নাইয়ের সাথে মানানসহ নন রায়না : কাশী বিশ্বনাথ 

চেন্নাইয়ের সাথে মানানসহ নন রায়না : কাশী বিশ্বনাথ 

নিলাম শেষে কেমন হলো আইপিএলের দশ দলের স্কোয়াড

নিলাম শেষে কেমন হলো আইপিএলের দশ দলের স্কোয়াড