বেশ কয়েকবারই বারই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির বিপক্ষে খেলেছেন ফ্যাফ ডু প্লেসিস। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে একই দলে খেলবেন এ দুই ক্রিকেটার। বিরাট কোহলির সাথে একই দলে খেলাকে নিজের জন্য অনেক বড় সুযোগ হিসেবে দেখছেন ডু প্লেসিস।
আইপিএলের ১৫তম আসর শেষে মেগা নিলামে ৭ কোটি রুপিতে ডু প্লেসিসকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএলের আরেক দল চেন্নাই সুপার কিংসের সাথে ১১ বছরের সম্পর্ক শেষ করে ব্যাঙ্গালুরুতে এসেছেন তিনি।
ব্যাঙ্গালুরুতে যোগ দিয়েই বিরাট কোহলি কাছ থেকে পেয়েছেন বার্তা। এ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডু প্লেসিস।
তিনি বলেন, ‘দল পাওয়ার পরই বিরাটের কাছ থেকে একটি বার্তা পেয়েছি, আমাকে দলে স্বাগত জানিয়েছে সে, খুব ভালো লেগেছে। গত কয়েক বছর ধরে আমার ও বিরাটের মধ্যে সম্পর্কটা বেশ ভালো। আমরা একে অপরের বিপক্ষে অনেক প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছি, বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে, যখন আমি অধিনায়ক ছিলাম এবং সে ভারতের অধিনায়ক ছিল।’
একই দলে খেলায় বিরাট কোহলির বিপক্ষে মাঠে নামতে হবে না সেটা ভেবেও বেশ খুশি এই প্রোটিয়া ক্রিকেটার।
প্লেসিস বলেন, ‘আমরা দুজনেই লড়াকু মানসিকতার, তাই তার বিপক্ষে খেলতে না হলেই ভালো হবে। কারণ, কেউ আমাকে আউট করার পর বিরাট আমার পাশ দিয়ে যাচ্ছে এবং কানের পাশে চিৎকার করে কিছু বলছে- মাঠের এই দৃশ্যটা আমি খুব অপছন্দ করি।’
কোহলির সাথে খেলতে তিনি মুখিয়ে আছেন বলেও জানান ডু প্লেসিস। বলেন, ‘আমার জন্য বিশ্বের সেরা ক্রিকেটারদের একজনের সঙ্গে খেলার দারুণ একটি সুযোগ হতে চলেছে। এজন্য আমি মুখিয়ে আছি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]