বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে ব্যাট-কিংবা বলে দুর্দান্ত খেলে চলছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসরে টানা পাঁচবার ম্যাচ সেরা হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। তবে সেই সাকিব আল হাসানকে দলে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোন ফ্র্যাঞাইজি। দ্বিতীয় বার নাম ডাকা হলেও তাকে দলে নেয়নি কেউ।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলামে প্রথম দিনের ডাকে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে থাকা সাকিব আল হাসানকে কেউ দলে ভেড়ায়নি। মেগা এ নিলামের শেষ ও দ্বিতীয় দিন আবারও সাকিবের নাম ডাকা হলেও সেখানেও কেউ আগ্রহ দেখায়নি।
বেঙ্গালুরুতে বসেছিল আইপিএলের ১৫তম আসরের নিলাম। প্রথমবারের মতো দশ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসরের আগে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হলো নিলাম। সেই নিলামে প্রথম ও দ্বিতীয় দিন দুইবার সাকিবের নাম তোলা হলেও একবারের জন্য কেউ আগ্রহ দেখায়নি।
রোববার নিলামের দ্বিতীয় দিনের শেষ ধাপে ছিল ‘অ্যাকসিলারেটেড অকশন।’ ওই ধাপের দ্বিতীয় পর্বে অবিক্রিত ক্রিকেটার এবং বাকি থাকা ক্রিকেটারদের মধ্যে আলোচিত ক্রিকেটারদের নাম পুনরায় ডাকা হয়। প্রথমদিন প্রত্যাখ্যান হওয়ার পর সেখানে আবার সাকিবের নাম ডাকা হয়েছিল।
সাকিব আল হাসান এবারের আইপিএলে না থাকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রইলো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে প্রথম দিন দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
সাকিব-মোস্তাফিজ ছাড়াও আপিএলের এবারের নিলামে নাম ছিল আরও তিনজন বাংলাদেশি ক্রিকেটারের। তারা হলেন- লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে তাদের নামই নিলামে ডাকা হয়নি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]