পিঠের চোটের কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির বাকি অংশ মিস করতে পারেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আগের আঘাতের জায়গায় আবার আঘাত পাওয়ায় তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছে না তার দল সিলেট সানরাইজার্সের টিম ম্যানেজমেন্ট।
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশে সাথে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজের কথা বিবেচনা করে ঝুঁকি নিতে প্রস্তুত নয় কেউই।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট ফ্র্যাঞ্চাইজির চিকিৎসক জয় সাহা ক্রিকবাজকে বলেন, ‘তাসকিনের পিঠের চোট পুরনো। তিনি আমাদের জানিয়েছিলেন যে চট্টগ্রাম পর্বের পর তিনি ব্যথা অনুভব করছেন। এরপর আমরা একটি এমআরআই করি। তাতে চোটটি পুরনো বলেই ধরা পড়ে।’
তিনি আরও বলেন, তারা বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমকে জানিয়েছেন। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। আপাতত তাসকিন নির্দেশনা প্রক্রিয়ার মধ্যে আছেন।
তাসকিনের ব্যাপারে সিলেটের এক কর্মকর্তা বলেন, ‘সামনে আফগানিস্তান সিরিজ আসছে। আমরা এখনই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। আমরা তাকে সেই সিরিজের জন্য প্রস্তুত করার জন্য সব কিছু করছি। যদি তার ব্যথা না কমে তাহলে আমরা তাকে এবারের আসরে আর খেলাতে পারবো না।’
তাসকিন টুর্নামেন্টে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে ৮.৯২ ইকোনমিতে পাঁচ উইকেট শিকার করেছেন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]