গেইলের সেঞ্চুরি উদযাপনে যুবরাজ-প্রীতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৮
গেইলের সেঞ্চুরি উদযাপনে যুবরাজ-প্রীতি

চলতি আইপিএলে নিজের খেলা দুই ম্যাচেই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রানের বন্যা বইয়ে দিলেন ক্রিস গেইল। আজ (বৃহস্পতিবার) তো ক্রিস গেইলকে দুই হাত ভরে দিল মোহালির পিচ। ৬৩ বলে করেছেন ১০৪ রান।

গত সোমবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমেই ব্যাটিংয়ে ঝড় তোলেন গেইল। সেই ঝড়ের ধারাবাহিকতা বৃহস্পতিবারও অব্যাহত রাখলেন এই ক্যারিবীয়। এদিন আগের ম্যাচের চেয়েও বেশি আক্রমণাত্মক ছিলেন তিনি।

নিজের খেলা আগের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে করেছেন ৩৩ বলে ৬৩ রান। আর বৃহস্পতিবার হায়দরাবাদের বিপক্ষে খেললেন চলতি আইপিএল সেরা ১০৪ রানের ইনিংস।

আইপিএলের চলতি আসরে দুই ম্যাচে ১৬৭ রান নিয়ে সেরা অবস্থান গেইলের। এক ম্যাচ বেশি খেলে ২০১ রান নিয়ে সবার উপরে ব্যাঙ্গালুরুরের অধিনায়ক বিরাট কোহলি।

চলমান ১১তম আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন গেইল। তার ব্যাটিংয়ে মুগ্ধ পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি মালিক প্রীতি জিনতা। শুধু প্রীতি জিনতাই নয়, গেইলের ব্যাটিংয়ে উচ্ছ্বসিত হয়েছেন সতীর্থ যুবরাজ সিংও।

গেইল যখন একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন তখন ডাগ আউটের পাশে বসে থেকে খুশিতে আত্মহারা ছিলেন প্রীতি। সেঞ্চুরি পূর্ণ করার পর গেইলের চেয়েও বেশি উচ্ছ্বসিত হয়েছেন প্রীতি।

ব্যাটিংয়ে অপেক্ষমাণ থাকা ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিং ডাগ আউটের পাশে বসে থেকেই গেইলের সেঞ্চুরি উদযাপন করেন।

ক্রিস গেইলের সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করেছে কিংস একাদশ পাঞ্জাব। জয়ের জন্য সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদকে করতে হবে ১৯৪ রান। পাঞ্জাবের হয়ে ৬৩ বলে ১১ ছয় ও ১ চারের সাহায্যে ১০৪ রান করেন ক্যারিবীয় ব্যাটিং দানব গেইল।



শেয়ার করুন :


আরও পড়ুন

অক্টোবরেই পর্দা উঠবে বিপিএল

অক্টোবরেই পর্দা উঠবে বিপিএল

আইপিএল চিয়ারলিডারদের অজানা কিছু তথ্য

আইপিএল চিয়ারলিডারদের অজানা কিছু তথ্য

৫ হাজার ক্লাবে কোহলি

৫ হাজার ক্লাবে কোহলি

প্রথম জয়ের স্বাদ পেল মোস্তাফিজের মুম্বাই

প্রথম জয়ের স্বাদ পেল মোস্তাফিজের মুম্বাই