বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকায় পা রেখেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে সরাসরি বাংলাদেশে পা রেখেছেন তিনি।
বুধবার (২ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে ঢাকায় এসেছেন মঈন আলি। তার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা কর্তৃপক্ষ।
বিপিএল প্লেয়ার ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে মঈন আলি, ফ্যাফ ডু প্লেসিস এবং সুনীল নারিনকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। টুর্নামেন্ট শুরুর আগেই ডু প্লেসিস দলে যোগ দিলেও অপেক্ষায় ছিলেন সুনীল নারিন এবং মঈন আলি।
টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের আগেই ঢাকায় এসেছিলেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। কিন্তু অসুস্থ থাকায় এখনও মাঠে নামতে পারেননি তিনি। এরপরেই মঈন আলির অপেক্ষায় ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তিনিও ঢাকায় পা রেখেছেন। এবার মাঠে নামার অপেক্ষায় মঈন আলি।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ড। সে সিরিজে ইংলিশদের নেতৃত্বে ছিলেন মঈন আলি। সিরিজে দল হারলেও নিজের পারফর্মেন্সে উজ্জ্বল ছিলেন মঈন। পুরো সিরিজে ব্যাট হাতে ১০৮ রান করেছিলেন। এছাড়াও বল হাতে শিকার করেছেন ৫ উইকেট।
উইন্ডিজ সিরিজের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলেও নিজের ঝলক দেখিয়েছিলেন। এবার বিপিএলে মঈন আলির ঝলক দেখার অপেক্ষায় বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]