রাজস্থানকে হারিয়ে দ্বিতীয় জয়ে কলকাতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৮
রাজস্থানকে হারিয়ে দ্বিতীয় জয়ে কলকাতা

কলকাতার জয়ের পথে রবিন উথাপ্পা খেলেছেন ৪৮ রানের ইনিংসআগের ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে উড়িয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দাপুটে সেই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। বুধবার রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা।

ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি রাজস্থান। টস হেরে ব্যাটিং নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা স্কোরে জমা করে ১৬০ রান। এই লক্ষ্য ৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে টপকে যায় কলকাতা।

আগের ম্যাচে ব্যাট হাতে চমৎকার হাফসেঞ্চুরির জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন নিতিশ রানা। রাজস্থানের বিপক্ষে সেই তিনিই হয়ে উঠলেন বোলার। ২ ওভারে মাত্র ১১ রান খরচায় তার শিকার ২ উইকেট। রানার সঙ্গে টম কারানও ১৯ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। পিযূষ চাওলা (১/১৮) ও কুলদীপ যাদবের (১/২৩) নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ডি’আর্চি শর্ট। এই ওপেনার ৪৩ বলে করেন ৪৪ রান। আরেক ওপেনার আজিঙ্কা রাহানে ১৯ বলে খেলে যান ৩৬ রানের ঝড়ো ইনিংস।

পরের দিকের ব্যাটসম্যানরা আর সুবিধা করতে পারেননি। ভালো শুরুর পরও আউট হয়ে গিয়েছেন সঞ্জু স্যামসন (৭) ও বেন স্টোকস (১৪)। জস বাটলার অপরাজিত ছিলেন ১৮ বলে ২৪ রানে।

১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্রিস লিনকে শুরুতে হারালেও কলকাতাকে চাপে পড়তে দেননি সুনিল নারিন ও রবিন উথাপ্পা। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৬৯ রান। নারিন ২৫ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান। আর উথাপ্পা ৩৬ বলে ৬ চার ও ২ ছক্কায় খেলেছেন ৪৮ রানের ইনিংস।

তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে কলকাতার টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেন অধিনায়ক দিনেশ কার্তিক (২৩ বলে ৪২*) ও নিতিশ রানা (২৭ বলে ৩৫)। ক্রিকইনফো


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন স্মিথ-ওয়ার্নার

কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন স্মিথ-ওয়ার্নার

আইপিল ম্যাচে জুতা নিক্ষেপ

আইপিল ম্যাচে জুতা নিক্ষেপ

নাসিরের অস্ত্রোপচারের বিকল্প নেই

নাসিরের অস্ত্রোপচারের বিকল্প নেই

মাসে ১০ লাখ রুপি দাবি হাসিনের

মাসে ১০ লাখ রুপি দাবি হাসিনের