করোনাভাইরাস মহামারির চোখ রাঙানি উপেক্ষা করেই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। চলতি বছরের ২৭ মার্চ থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। আর একমাত্র ভেন্যু হিসেবে মহারাষ্ট্রকে বেছে নিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বৈঠকে বসেছিল বিসিসিআই। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। কিন্তু আইপিএল শুরুর তারিখ কিংবা ভেন্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিসিসিআই।
আইপিএলের ভেন্যু হিসেবে মহারাষ্ট্রকে বেছে নেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে একসাথে তিনটি স্টেডিয়াম পাওয়ার সুবিধা। এছাড়াও দলগুলো বিমান ভ্রমণ এড়িয়ে চলতে পারবে।
মুম্বাইয়ে তিন স্টেডিয়াম ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়াও বিকল্প ভেন্যু হিসেবে থাকবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।
আইপিএলের ১৪তম ভারতের শুরু করা হয়েছিল। সেবার ভেন্যু হিসেবে চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ এবং দিল্লিতে আয়োজন করার কথা ছিল। তবে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরেই করোনা সংক্রমণের কারণে টুর্নামেন্ট স্থগিত করা হয়। বাকি অংশ আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরাতে। এছাড়াও ১৩তম আসর পুরোটাই আয়োজিত হয় মরুর দেশটিতে।
এছাড়াও গুঞ্জন উঠেছিল ভারতে সম্ভব না হলে আইপিএল দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কায় আয়োজন করতে ইচ্ছুক ভারতীয় বোর্ড। চলতি বছরের ২০ ফেব্রুয়ারির মধ্যে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিবে বিসিসিআই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]