কিছুদিন আগেই অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক জানিয়েছিলেন, তিনি এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে খেলতে চান। তবে তার ইচ্ছা ইচ্ছাই রয়ে গেল। আইপিএলের ১৫তম আসরের খেলোয়াড় নিলামের তালিকায় অজি গতি তারকার নাম রাখেনি আইপিএল কর্তৃপক্ষ।
শুধু স্টার্কই নয়, এই তালিকায় নাম নেই টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইলেরও। ভারতের জনপ্রিয় এই টুর্নামেন্টে মিচেল স্টার্ক সর্বশেষ খেলেছিলেন ২০১৫ সালে। সেবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে মাঠ মাতিয়েছেন এই তারকা।
পরের আসরে ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে কিনে নিলেও চোটের কারণে টুর্নামেন্ট না খেলেই দেশে ফিরতে হয়েছিল। এরপরের ছয় বছর আর আইপিএলের ধারেকাছেও ঘেষেননি স্টার্ক।
ক্রিস গেইলের হিসাব অবশ্য ভিন্ন। ইদানিং মাঠের পারফর্ম্যান্সেও বয়সের ছাপ পড়তে শুরু করেছে ক্যারিনিয়ান তারকার। যার কারণে গত আসর থেকেই তার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখা যায়নি দল মালিকদের মধ্যে।
তাও সুযোগ পেয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবে। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি ‘ইউনিভার্স বস’। তাই এবার নিলামেই জায়গা হলো না ক্যারিবিয়ান ব্যাটিং দানবের।
শুধু স্টার্ক কিংবা গেইল নন, এবারের আসরের নিলামে জায়গা হয়নি স্যাম কারান, জোফরা আর্চার এবং ক্রিস ওকসদের মতো ইংলিশ তারকাদেরও। ঐদিকে দেশের হয়ে খেলার জন্য আইপিএলকে ‘না’ বলায় থাকছেন না জো রুট এবং বেন স্টোকসও।
এবারের আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হবে ১২ এবং ১৩ ফেব্রুয়ারি। মোট ১০টি ফ্রাঞ্চাইজি তাদের দল সাজিয়ে নিবে নিলাম থেকে। এবারের আসরে নতুন দুই দল আহমেদাবাদ এবং লক্ষ্ণৌ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]