ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সালের আসরের নিলাম এখনও শুরু হয়নি। তবে এর মধ্যেই নিজেদের পছন্দের খেলোয়াড় ধরে রাখার মিশনে নেমেছে ফ্রাঞ্চাইজিগুলো। তারই ধারায় এবার আহমেদাবাদ ফ্রাঞ্চাইজি দলে নিয়েছে হার্দিক পান্ডিয়া, রশিদ খান ও শুভমান গিলকে। এদের মধ্যে হার্দিককে দেখা যেতে পারে আহমেদাবাদের নেতৃত্বে।
এবারের আইপিএলে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আহমেদাবাদ। তাদের সঙ্গে আছে আরেক দল লক্ষ্ণৌ। এই দুটি দলকে ধরে রাখা ক্রিকেটারের নাম ঘোষণা করতে ২২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ভারত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
তারই অংশ হিসাবে এই তিনজনকে দলে ভিড়িয়েছে আহমেদাবাদ। ভারতের আরেক উদীয়মান তারকা ঈশাণ কিষাণও অবশ্য তাদের নজরে ছিলো। কিন্তু সরাসরি দল বেছে নেয়ার চেয়ে আইপিএলের নিলামকেই বেশি প্রাধান্য দিয়েছেন কিষাণ।
এই ব্যাপারে আইপিএলের সিনিয়র এক কর্মকর্তা শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আহমেদাবাদ ঈশাণ কিশাণকে চেয়েছিল। কিন্তু ঈশাণ বরং আইপিলের নিলামের ব্যাপারেই বেশি আগ্রহী। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ভালো দামে কিনে নিতে পারে।’
ইতোমধ্যে কোচিং স্টাফদের নামও চূড়ান্ত করে ফেলেছে আহমেদাবাদ। দলটির প্রধান কোচ হিসেবে থাকবেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন। পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়ছেন সাবেকে ভারতীয় পেসার আশিষ নেহরা।
বাকিদের মধ্যে আহমেদাবাদের টিম ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করবেন সাবেক ইংলিশ ব্যাটার ভিক্রম সোলাঙ্কি। বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি ক্লাব সারের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]