ফর্মহীনতার কারনে আইপিএলে এবার দলই পাচ্ছিলেন না গেইল। প্রথম ডাকে কিনেনি কেউই। দ্বিতীয় ডাকেও অবিক্রিত গেইল। তবে শেষ মুহুর্তে তাকে কিনেছে পাঞ্জাব। রান আসছিলোনা গেইলের ব্যাটে।
আইপিএল শুরু হল। প্রথম দুই ম্যাচেই মাঠের বাইরে গেইল। কিন্তু ফিরলেন তৃতীয় ম্যাচেই। ক্রিকেটের ছোট এই ফরম্যাটের রাজা তিনি। আর ফিরলেন রাজার মতই। টি-টুয়েন্টির রাজা গেইল ফিরেই শ্বাসন করলেন প্রতিপক্ষ বোলারদের।
স্বভাবজাত ব্যাটিংয়ে ৩৩ বলে করলেন ৬৩ রান। ইনিংসে ছক্কা হাকিয়েছেন ৪টি ও চার মেরেছেন ৭টি। তার এমন দুর্দান্ত ব্যাটিংয়ে তার দলও জিতেছে। ম্যাচ সেরা পুরষ্কারটাও গেছে গেইলের কাছেই।
বুঝাই যাচ্ছে প্রথম দুটি ম্যাচে বাইরে বসে থেকে তেতে উঠেছিলেন গেইল। আর সেই তোপটা গেল চেন্নাইর উপর দিয়ে।