ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর একটি মোস্তাফিজদের, অন্যটি সাকিবদের।
শনিবার বিকাল সাড়ে ৪টায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে মোস্তাফিজর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। এবং রাত সাড়ে ৮টায় কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ।
গত বৃহস্পতিবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে সপ্তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে তেমন একটা সুবিধা করতে পারেনি মুম্বাই। শেষের দিকে একটু রানের গতি বাড়াতে পারায় শেষ পর্যন্ত ১৪৭ রানের স্কোর গড়ে মুম্বাই।
১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে মেনে শুরু থেকে মুম্বাই বোলারদের উপর চড়াও হয় হায়দরাবাদের ব্যাটসম্যানরা। তবে মাঝ পথে চাপে পড়ে যায়। শেষের দিকেও মার্কান্দে ও মোস্তাফিজের বোলিংয়ে দিশেহারা হয়ে পড়েন সাকিবরা। একের পর এক উইকেট তুলে নিয়ে হায়দরাবাদকে খাদের কিনাড়ায় দাঁড় করান। মার্কান্দে ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট এবং মোস্তাফিজ ২৩ রান দিয়ে নেন ৩টি উইকেট। দু’জনেই নিজেদের শেষ ওভারে ২টি করে উইকেট পান।
তবে শেষ পর্যন্ত আর জয়ের দেখা পেল না মুম্বাই। শেষ বলে এক রান প্রয়োজন হলে হায়দরাবাদের শেষ ব্যাটসম্যান চার মেরে জয়ের বন্দরে পৌছে যান।