ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে আজ মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। আর এ খেলায় আজ মুস্তাফিজের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে সাকিবকেও। কারণ সাকিব আল হাসান খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাঠ মাতাচ্ছেন মোস্তাফিজ রহমান।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে অরেঞ্জ আর্মি ও মুম্বাই পল্টন। দুই দলের সব শেষ চার দেখায় তিনটি জয় পেয়েছে সানরাইজার্স।
এদিকে চেন্নাইয়ের বিপক্ষে অসাধারণ বল করেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। অন্যদিকে প্রথমবারের মতো কমলা জার্সিতে খেলতে নেমে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর তাই দুই বাংলাদেশির লড়াই দেখতে মুখিয়ে ভক্তরাও।