চেন্নাই শিবিরে ইনজুরি থাবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ এএম, ১২ এপ্রিল ২০১৮
চেন্নাই শিবিরে ইনজুরি থাবা

দুই বছর পর আইপিএলে ফেরা চেন্নাই চলতি আসরে দুরন্ত শুরু করেছে। মুম্বাইয়ের জয় দিয়ে শুরু করা দলটি দ্বিতীয় ম্যাচে হারিয়েছে কলকাতাকে। উড়তে থাকা চেন্নাই শিবিরে এবার থাবা দিয়েছে ইনজুরি। দুই ম্যাচের জন্য দল থেকে ছিটকে গেছেন দলটির তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না।

নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতার বিপক্ষে ইনিংসের দশম ওভারে সুনিল নারিনের বলে এক রান নিতে গিয়ে মাংসপেশিতে ব্যথা অনুভব করেন তিনি। পরে মাঠেই ডাক্তারের শরণাপন্ন হতে হয় এই ব্যাটসম্যানের। ওই ম্যাচে ১৪ রান করে সাজঘরে ফেরেন।

ইনজুরির কারণে এর আগে পুরো আসরের জন্য কেদার যাদবকে হারিয়েছে চেন্নাই। এ ছাড়া ইনজুরির কারণে এ বছর এখনো মাঠে নামতে পারেননি ফ্যাফ ডু প্লেসি। তবে সুখবর সামনের ম্যাচে দিয়ে দলে ফিরতে পারেন মুরালি বিজয়ও। চলতি মৌসুম শুরুর আগে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, চেন্নাই তাদের তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে ১৫ ও ২০ এপ্রিল। এই দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। এই দুই ম্যাচেই থাকবেন না রায়না।



শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজদের হারিয়ে দিল ব্রাভো

মোস্তাফিজদের হারিয়ে দিল ব্রাভো

আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলছেন মোস্তাফিজ

আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলছেন মোস্তাফিজ

আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে