আন্দ্রে রাসেলের ৩৬ বলে ৮৮ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে ২০২ রানের স্কোর গড়েছিল কলকাতা নাইট রাইইডার্স (কেকেআর)। ফলে ধরেই নেয়া হয়েছিল ধোনির চেন্নাই বুঝি এবার হার মানলো। তবে ক্রিকেট বলে কথা, ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখেই ২০৫ রান তুলে নিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস।
মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৬ বলে ৮৮ রানে অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেলে। একের পর এক ছক্কার বন্যায় ভাসিয়েছেন তিনি চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামকে। সর্বমোট ১১টি ছক্কা মেরেছেন রাসেল। আর ৮৮ রানের মধ্যে বাউন্ডারি ছিল মাত্র ১টি।
আন্দ্রে রাসেলের টর্নেডো গতির ব্যাটিংয়ের উপর ভর করে চেন্নাই সুপার কিংসের সামনে ২০৩ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের এবারের আসরে এবারই প্রথম কোনো দল ২০০ কিংবা তার বেশি স্কোর এটি।
এর আগে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় কেকেআর। ব্যাট করতে নেমে সুরেশ রায়না সূচনাটা ভালো এনে দিতে পারেননি। ৪ বলে ২টি ছক্কা মেরে আউট হয়ে যান। ২২ রান করেন অপর ওপেনার ক্রিস লিন। রবিন উথাপ্পা ১৬ বলে ২৯ রান করে আউট হন।
নিতিশ রানা করেন ১৪ বলে ১৬ রান। অধিনায়ক দিনেশ কার্তিক ২৫ বলে খেলেন ২৬ রানের ইনিংস। রিঙ্কু সিং শুধুমাত্র ২ রান করে আউট হয়ে যান। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে চেন্নাই বোলারদের ওপর যে ঝড় তুললেন, তাতেই বিশাল স্কোর গড়ে ফেলে কেকেআর।
১০ ওভার শেষে ৫ উইকেটে যেখানে কেকেআরের রান ৮৯, সেখানে ২০ ওভার শেষে মাত্র ৬ উইকেট হারিয়ে রান ২০২। অবিশ্বাস্য! শেষ ১০ ওভারে কেকেআরের রান উঠেছে ১১৩ রান। চেন্নাইয়ের হয়ে ২ উইকেট নেন শেন ওয়াটসন। ১ উইকেট করে নেন হরভজন, রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর।
২০৩ রানের জবাবে ভালোই শুরু করে চেন্নাই। শেষ পর্যন্ত কলকাতাকে ৫ ইউকেটে হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।