সাকিবের হায়দরাবাদের সম্ভাব্য একাদশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৯ এপ্রিল ২০১৮
সাকিবের হায়দরাবাদের সম্ভাব্য একাদশ

আইপিএলের এগারোতম আসর মাঠে গড়িয়েছে। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এবারের আসরে সবার নজর সানরাইজার্স হায়দরাবাদের দিকে। কারণটাও অবশ্য বেশ যৌক্তিক। কেপ টাউনে বল বিকৃতি বিতর্কের সবেচেয়ে আলোচনায় এসেছিল সাকিবের সানরাইজার্সই।

বল টেস্পারিং কেলেঙ্কারিতে ডেভিড ওয়ার্নার নির্বাসিত হওয়ায় দলের এক নম্বর তারকাকে ছাড়াই এবার মাঠে নামতে হবে হায়দরাবাদকে। বদল করতে হয়েছে নেতৃত্বেও। যদিও পরিবর্তিত অধিনায়ক কেন উইলিয়ামসনের আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার বিপুল অভিজ্ঞতা রয়েছে। দলে বেশ কিছু রদবদল ঘটিয়ে সানরাইজার্স এবার বাকিদের চমকে দিতে প্রস্তুত।

সোমবার রাত সাড়ে ৮টায় রাজস্থান রয্যালসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। ফলে এই ম্যাচের মধ্যে দিয়ে এবারের আইপিএলে মাঠে নামতে চলেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার- এমনটাই মনে করছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের করা সেরা একাদশের ৫ নম্বরে রাখা হয়েছে সাকিবকে।

স্কোয়াড:
ব্যাটসম্যান: ডেভিড ওয়ার্নার (নির্বাসিত), শিখর ধাওয়ান, মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋকি ভুই, শচীন বাবি, তন্ময় আগরওয়াল, অ্যালেক্স হেলস (ওয়ার্নারের পরিবর্ত)।
উইকেটকিপার: ব্যাটসম্যান: ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী।
অলরাউন্ডার: সাকিব আল হাসান, দীপক হুডা, কার্লোস ব্রেথওয়েট, ইউসুফ পাঠান, মোহম্মদ নবি, ক্রিস জর্ডন, বিপুল শর্মা, মেহেদি হাসান।
বোলার: ভুবনেশ্বর কুমার, রশিদ খান, বাসিল থাম্পি, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ, টি নটরাজন, সন্দীপ শর্মা, বিলি স্ট্যানলাক।

সাপোর্ট স্টাফ:
টম মুডি (হেড কোচ)
সাইমন হেলমট (সহকারী কোচ)
ভিভিএস লক্ষ্মণ (মেন্টর)
মুথাইয়া মুরলিধরণ (বোলিং কোচ)
থিও কাপাকৌলাকিস (ফিজিও)

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:
১. অ্যালেক্স হেলস
২. শিখর ধাওয়ান
৩. কেন উইলিয়ামসন(অধিনায়ক)
৪. মনিশ পাণ্ডে
৫. সাকিব আল হাসান
৬. দিপক হুদা
৭. হৃদ্ধিমান শাহা (উইকেটরক্ষক)
৮. রশিদ খান
৯. ভুবনেশ্বর কুমার
১০. সিদ্ধার্থ কুয়াল
১১. সনদ্বীপ শর্মা



শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজদের হারিয়ে দিল ব্রাভো

মোস্তাফিজদের হারিয়ে দিল ব্রাভো

আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলছেন মোস্তাফিজ

আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলছেন মোস্তাফিজ

আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে