আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে মোস্তাফিজরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৭ এপ্রিল ২০১৮
আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে মোস্তাফিজরা

শুরু হলো ক্রিকেটের জনপ্রিয় ফ্রেঞ্চাইজ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপএল)। শনিবার শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

উদ্বোধনী ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফলে বাংলাদেশের কাটার মাস্টার ফিজকে বল হাতে নামার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের দ্বিতীয় ইনিংস পর্যন্ত।

২০১৬ সালের আসরে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই বাজিমাত করেন বাঁ-হাতি এ কাটার মাস্টার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচ খেলে নেন ১৭টি উইকেট, পুরো টুর্নামেন্টে মাত্র ৬.৯০ ইকোনমি রেটে বোলিং করে জেতেন সেবারের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার।

হায়দরাবাদের ছেড়ে দেয়া মোস্তাফিজকে এবার নিজের করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। জানুয়ারিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে দুই কোটি বিশ লক্ষ রুপির বিনিময়ে মুস্তাফিজকে নিজেদের দলে ভেড়ায় মুম্বাই।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
ইশান কিষান, এভিন লুইস, রোহিত শর্মা (অধিনায়ক), সুর্যকুমার যাদব, কাইরণ পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, মোস্তাফিজুর রহমান, মিচেল ম্যাকক্লেনঘান এবং মায়নাক মার্কান্দে।



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে

আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

আরেকটি রেকর্ডের হাতছানি সাকিবের

আরেকটি রেকর্ডের হাতছানি সাকিবের

২০১১ বিশ্বকাপে ভারতের এক ক্রিকেটার ফিক্সিংয়ে জড়িত

২০১১ বিশ্বকাপে ভারতের এক ক্রিকেটার ফিক্সিংয়ে জড়িত