ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসরকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। শিরোপা জয়ের লক্ষ্যে চলছে নানা পরিকল্পনা। তবে জনপ্রিয় এই টুর্নামেন্টে বরাবরই ব্যর্থ দিল্লি। তবে এবার অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রনে ব্যালান্সড দল বানিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হতে প্রস্তুত ডেয়ারডেভিলস। কোচ ও ক্যাপ্টেন বদল করে এবার নিজেদের ভাগ্যও বদলে ফেলতে তৎপর দিল্লি।
কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গাম্ভীরকে দলে নিয়েছে ডেয়ারডেভিলস। দু’বারের চ্যাম্পিয়ন কেকেআর ক্যাপ্টেনে আস্থা দিল্লি ফ্র্যাঞ্চাইজির। এছাড়া কোচ হিসেবে অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে দায়িত্ব দিয়েছে ডেয়ারডেভিলস।
স্কোয়াড:
ব্যাটসম্যান: গৌতম গাম্ভীর (অধিনায়ক), জেসন রয়, মনজ্যোৎ কালরা, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার।
উইকেটকিপার-ব্যাটসম্যান: নমন ওঝা, ঋষভ পন্ত।
অলরাউন্ডার: ক্রিস মরিস, কলিন মুনরো, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, গুরকিরত সিং মন, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর।
বোলার: অভিষেক শর্মা, অমিত মিশ্র, আবেশ খান, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাদা, মোহম্মদ শামি, সন্দীপ লামিছান, সায়ন ঘোষ, শাহবাজ নাদিম, ট্রেন্ট বোল্ড।
সাপোর্ট স্টাফ:
রিকি পন্টিং (হেড কোচ)
শ্রীধরণ শ্রীরাম (সহকারী কোচ)
প্রবীণ আমরে (সহকারী কোচ)
জেমস হোপস (বোলিং কোচ)
শুভদীপ ঘোষ (ফিল্ডিং কোচ)
পল ক্লোজ (ফিজিও)
রজনীকান্ত সিবাগনানম (ট্রেনার)
সুনীল ভালসন (ম্যানেজার)
শ্রীরাম সোমায়াজুলা (অ্যানালিস্ট)