দলে জয়ে অনেক বড় ভূমিকা ছিল সাকিবের : মরগান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩২ এএম, ০৫ অক্টোবর ২০২১
দলে জয়ে অনেক বড় ভূমিকা ছিল সাকিবের : মরগান

দলের টানা ৯ ম্যাচ বসে থাকার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ফেরার ম্যাচে জয় তুলে প্লে-অফের খেলার আশাও বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আইপিএলের চর্তুদশ আসরের প্রথম ৩ ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর ডাগ-আউটেই বসেছিলেন তিনি। টানা ৯ ম্যাচ বসে থাকার পর রোববার (৩ অক্টোবর) রাতে কলকাতার ১৩তম ম্যাচে একাদশে সুযোগ পান তিনি।

আসরে নিজের চতুর্থ ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে মাঠে নামতে না পারলেও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাকিব। ৪ ওভার হাত ঘুড়িয়ে ২০ রান দিয়ে তুলে নিয়েছেন ১টি উইকেট। এছাড়া ১টি রান আউটও করেছেন সাকিব।

সাকিবের ফেরার ম্যাচে ৬ উইকেটে ম্যাচ জিতেছে কলকাতা। এ জয়ে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে সাকিবের দল।
ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করেছেন কলকাতার অধিনায়ক ইয়ান মরগান।

তিনি বলেন, ‘বিশাল (সাকিব), সাকিবের মতো এতো অভিজ্ঞ একজন আন্তর্জাতিক তারকাকে ডাকতে পারা গভীরতা ও শক্তি, স্কোয়াডে না থাকা মানে তা বিরাট বিলাসিতা। ম্যাচে সে অনেক বড় ভূমিকা রেখেছে।’

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে কলকাতা। ওই ম্যাচ জিতলেই কলকাতার প্লে-অফে খেলা নিশ্চিত হবে।

বিশ্বকাপের আগে চলমান এ আইপিএলের আসরে রাজস্থানের হয়ে খেলছেন মোস্তাফিজ। তাই ওই ম্যাচে বাংলাদেশের দুই তারকাকে দেখা যেতে পারে মুখোমুখি অবস্থানে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কলকাতার একাদশে সাকিব না থাকার কারণ জানালেন সহকারী কোচ

কলকাতার একাদশে সাকিব না থাকার কারণ জানালেন সহকারী কোচ

সাকিবকে বসিয়ে রাখছে কলকাতা, কতটুকু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি

সাকিবকে বসিয়ে রাখছে কলকাতা, কতটুকু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি

পঞ্চপান্ডব’র তিনজনই মোহামেডানে

পঞ্চপান্ডব’র তিনজনই মোহামেডানে

কলকাতার একাদশে দুই পরিবর্তন, তবুও নেই সাকিব

কলকাতার একাদশে দুই পরিবর্তন, তবুও নেই সাকিব