স্মিথের পরিবর্তে রাজস্থাস রয়েলসে যুক্ত হলেন ক্লাসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০২ এপ্রিল ২০১৮
স্মিথের পরিবর্তে রাজস্থাস রয়েলসে যুক্ত হলেন ক্লাসেন

বল টেম্পারিং কেলেঙ্কারিতে জাতীয় নিষিদ্ধের পর আইপিএলেও নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে আইপিএলে তার দল রাজস্থান রয়েলস নতুন খেলোয়াড়কে অর্ন্তভুক্ত করেছে।

স্মিথের পরিবর্তে আসন্ন ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়েলসে খেলবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন।

ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ২৬ বছর বয়সী ক্লাসেনের আন্তর্জাতিক অভিষেক হয়। সীমিত ওভারের ক্রিকেটে ইতোমধ্যেই নিজের সফলতা প্রমাণ করেছেন। টি-টোয়েন্টিতে ৪৪ ইনিংসে তার স্ট্রাইকর রেট ১৪৬। কুলদ্বীপ যাদব ও যুযভেন্দ্র চাহালের মত রিস্ট স্পিনারদের মোকাবেলায় গুটিকয়েক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের মধ্যে ক্লাসেন নিজেকে প্রমাণ করেছেন।

৫০ লাখ রুপির বেস প্রাইসে রয়্যালসে নাম লিখিয়েছেন ক্লাসেন। জানুয়ারিতে খেলোয়াড় নিলামে তিনি অবিক্রিত ছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার থেকে এক বছরের ঘরোয়া ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া স্মিথের স্থানে এখন রাজস্থানে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ক্লাসেসের সামনে। এদিকে আদালতের বিধিনিষেধের কারণে ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকসকেও নিয়েও দারুণ দুঃশ্চিন্তায় রয়েছে রয়েলস।

এর আগে স্মিথকে রাজস্থান রয়েলসের নেতৃত্ব থেকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে আজিঙ্কা রাহানেকে। ৪ কোটি রুপি খরচ করে নিলামে নিজেদের করে নছে রাজস্থান রয়েলস।



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ার্নারকে সাহস দিয়ে মোস্তাফিজের টুইট

ওয়ার্নারকে সাহস দিয়ে মোস্তাফিজের টুইট

পাঞ্জাবের জার্সিতে ফিরছেন শেবাগ

পাঞ্জাবের জার্সিতে ফিরছেন শেবাগ

ওয়ার্নারের স্থানে সাকিবদের অধিনায়ক উইলিয়ামসন

ওয়ার্নারের স্থানে সাকিবদের অধিনায়ক উইলিয়ামসন

রাজস্থানে স্মিথের পরিবর্তে নেতৃত্বে রাহানে

রাজস্থানে স্মিথের পরিবর্তে নেতৃত্বে রাহানে