বিশ্বকাপের আগে চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে দলের হার থেকে রক্ষা করতে পারছেন না। সর্বশেষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষেও হারের স্বাদ নিলো মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। মূলত ব্যাটারদের জন্য ভয়ঙ্কর মোস্তাফিজকে অনেকটা পাশ কাটিয়েই জয় তুলে নেয় বিরাট কোহলির ব্যাঙ্গালোর।
বুধবার (২৯ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ৪৩তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়ে রাজস্থান। জবাবে ১৭ বল বাকি রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় ব্যাঙ্গালোর।
দলের পক্ষে ব্যাট হাতে শ্রীকার ভারতের ৩৫ বলে ৪৪ রানের পর গ্লেন ম্যাক্সওয়েলের ৩০ বলে অপরাজিত ৫০ রানের সুবাদে সহজেই জয় তুলে নেয় ব্যাঙ্গালোর। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে তারা।
ইনিংসের ১৬তম ওভারে নিজের তৃতীয় ওভার বল করতে আসেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম দুই ওভারে ১৬ রান দিয়ে এক উইকেট শিকার করা মিজ তৃতীয় ওভারে মাত্র ৪ রান দিয়ে শ্রীকার ভারতকে শিকার করেন তিনি।
ব্যাঙ্গালোরের রান আটকাতে ১৮তম ওভারে আবারও হয়তো মোস্তাফিজের হাতেই বল তুলে দিতে অধিনায়ক। তবে সে সুযোগ আর রাখেননি ম্যাক্সওয়েল। মোস্তাফিজকে পাশ কাটাতেই ক্রিস মরিসের উপর চড়াও হন তিনি।
শেষ ২৪ বলে (চার ওভার) জয়ের জন্য ব্যাঙ্গালোরের প্রয়োজন ছিল ২৩ রান। তবে ১৭তম ওভারেই তিন চার ও এক ছয়ে ম্যাক্সওয়েল তুলে ২০ রান। ফলে বাকি ১৮ বলে প্রয়োজন মাত্র ৩ রান। বল করতে আসা রায়ান পরাগের প্রথম বলেই চার মেরে জয় নিশ্চিত করে এবি ডি ভিলিয়ার্স।
ম্যাচে রাজস্থানের হয়ে উইকেট শিকার করতে পারেন একমাত্র মোস্তাফিজ। ৩ ওভারে ২০ রান দিয়ে শিকার করে দুটি উইকেট। বল হাতে সফল ছাড়াও ফিল্ডিংয়ের কারিশমা দেখিয়েছেন বাংলার কাটার মাস্টার। দুর্দান্ত এমন পারফরম্যান্সের পর ম্যাচ ম্যাক্সওয়েলও মোস্তাফিজকে কাছে ডেকে নিয়ে কথা বলেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]